নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ
পশ্চিমবঙ্গ লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে প্রায় এক সপ্তাহ হল। সাধারণ মানুষ ওই ট্রেনে উঠতে পারলেও এখনও ট্রেনে ওঠার অনুমতি পায়নি তাঁরা। এভাবে লকডাউনে আর্থিক পরিস্থিতি সামাল দিতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন হকাররা।
পকেটে টান পড়ায় ব্যারাকপুরে রেলওয়ের এক হকার আত্মহত্যা করেছে। শিলিগুড়ি ও শিয়ালদা দক্ষিণ শাখায় হকারের আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটেছে। এমন দাবি করছে হকার্স সংগঠন।
এবার শিয়ালদা ডিভিশনের হকাররা দাবি আদায় করতে ডিআরএম অফিস ঘেরাও করতে চলছে। তাছাড়া এখনই ট্রেনে ওঠার অনুমতি না পেলেও ১ডিসেম্বর থেকে একেবারে নিয়মিত ভাবে হকারদের কাজ শুরু করার কথা বলেছে ইস্টার্ণ রেলওয়ে হকার্স ইউনিয়ন(শিয়ালদা ডিভিশন)।
লকডাউন থেকে দীর্ঘ কয়েক মাস সাধারণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। সম্প্রতি ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু ট্রেনে বা প্ল্যাটফর্মে কাজ শুরু করতে পারেননি হকাররা।
আরও পড়ুনঃ হুগলির মাটিতে দাঁড়িয়ে নাম না করে কল্যাণকে তোপ শুভেন্দুর
আইএনটিটিইসি অনুমোদিত ইস্টার্ণ রেলওয়ে হকার্স ইউনিয়ন(শিয়ালদা ডিভিশন)-এর সাধারণ সম্পাদক বাপি ঘোষ বলেন, “দীর্ঘ দিন কাজ করতে না পারায় হকাররা ভিক্ষাবৃত্তি করছে। সংসার চালানোর জন্য সোনা বন্ধক রেখে, বাড়ির জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হচ্ছে রেলের হকাররা। কেউ কেউ সংসার চালাতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিয়েছে। তবু রেলওয়ে কতৃপক্ষ কর্ণপাত করছে না। লকডাউনে তছনছ হয়ে গিয়েছে রেলের হকারদের স্বাভাবিক জীবন। আর এভাবে বসে থাকা যাবে না। আমরা হকারদের অল্টারনেট দিনের সূচি তৈরি করে বসার কথা বলেছি।”
আরও পড়ুনঃ সিবিআই তদন্তে রাজ্যের সম্মতি বাধ্যতামূলক, জানাল সুপ্রিমকোর্ট
উল্লেখ্য, দুদিন আগেই শিয়ালদা স্টেশন চত্বরে হকাররা বিক্ষোভ দেখিয়েছিল। রেলের আদি যুগ থেকেই হকার প্রথা চালু রয়েছে। তবে এই হকারদের কোনও আইনি স্বীকৃতি রেলওয়ে কর্তৃপক্ষ দেয়নি। কিন্তু রেলের অনুমোদিত ভেন্ডিং স্টল রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে।
করোনা পরিস্থিতিতে লকডাউন থেকে হকারদের কাজ-কারবার পুরো বন্ধ হয়েছে। সামান্য পুঁজি নিয়ে দিন আনা দিন খাওয়া হকারদের দুর্গতির শেষ নেই। শিয়ালদা ডিভিশনের নর্থ, সাইথ ও প্ল্যাটফর্মে বসা প্রায় ১২০০ হকার আজ আধপেটা খেয়ে দিন কাটাচ্ছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, “রেলের অনুমোদিত ভেন্ডিং স্টল খোলার ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584