পত্রিকার সুবর্ণজয়ন্তী পূর্তিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির

0
85

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

Health check up camp at karandighi | newsfront.co
নিজস্ব চিত্র

চেতনা পত্রিকার ৫০ বছর পূর্তি এবং আগষ্টের সংখ্যা প্রকাশ উপলক্ষে আজ করণদিঘির দীপায়ন শিশুতীর্থ স্কুল প্রাঙ্গণে একটি বিনামূল্যে দন্ত ও হোমিও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।

Health check up camp at karandighi | newsfront.co
নিজস্ব চিত্র

দিনভর চললো ব্লাড সুগার, প্রেশার পরীক্ষা, দন্ত ও হোমিও চিকিৎসা শিবির এবং বিনামূল্যে ঔষধ বিতরণ।

আজকের চিকিৎসা শিবিরে করনদিঘী ও আশেপাশের গ্রামগুলো থেকে প্রায় ৩০০ জনের মতো চিকিৎসা নিয়েছে।

Health check up camp at karandighi | newsfront.co
নিজস্ব চিত্র

এখানে ইসলামপুরের সুবিখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ সুভাষ চক্রবর্তী, এন এন দাস, দন্ত চিকিৎসক ডাঃ সৌবর্ণ পাল চিকিৎসা করেছিলেন। সঙ্গে সহকারি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির বিশিষ্ট সমাজসেবী তথা নার্স সীমা লোহারা, মাল্টিপারপাস নার্স সুকল্পা দাস, ইসলামপুর ব্লাড ডোনার অর্গানাইজেশনের কর্ণধার তথা জেলা কো-অর্ডিনেটর শুভজিৎ চৌধুরী, হোমিও শিক্ষানবিশ অসীম সিংহ, ইজাজ আনসারি, কোলাজ পত্রিকার সম্পাদক কাজল দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

চেতনা পত্রিকাটি ১৯৬৯ সালে অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার করণদিঘি ব্লকের পাণ্ডেপুরের মতো এক গ্রাম এলাকা থেকে কবি কিরণ গোপাল দে সরকার এই পত্রিকার সম্পাদনার কাজ শুরু করেছিলেন। করণদিঘিতে তখন কোনো ছাপাখানা ছিল না। রায়গঞ্জ যতীন প্রেস থেকে ছাপিয়ে নিয়ে আসতে হত। চেতনার লেখক-পাঠক , সম্পাদকের সাহচর্য ও ভালোবাসায় উত্তরবঙ্গের এরকম একটি নিতান্ত গ্রামীণ বাংলা কাগজ অর্ধ-শতাব্দী ছুঁয়ে ফেলল। সরকারি পৃষ্ঠপোষকতা, বিজ্ঞাপন ও বাহুল্য বর্জিত সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ এই পত্রিকায় জীবনের প্রথমবারের লেখা ছাপিয়ে অনেকেই যেমন সাহিত্য জগতে উঠে আসতে পেরেছেন, তেমনি বাংলা সাহিত্যের প্রথিতযশা অনেকেই এই পত্রিকার বিভিন্ন বিভাগে লেখালেখির সাথে যুক্ত। এককথায় চেতনা অনেকেরই অনুপ্রেরণা।

আরও পড়ুনঃ বেসরকারি উদ্যোগে স্বাস্থ্য শিবির খড়্গপুরে

বর্তমানে ইসলামপুর থেকে নিয়মিত মাসিক সংবাদ ও সাহিত্য পত্রিকা হিসেবে এই পত্রিকাটি কবি কৌস্তুভ দে সরকারের সম্পাদনায় প্রকাশিত হয়ে চলেছে।

তিনি জানিয়েছেন, এই পত্রিকার বিরাম হবেনা। এই পত্রিকাটি উত্তর বাংলার প্রতিভা তথা সাহিত্য চর্চাকে চেতন করে তুলে ধরবে চেতনা পত্রিকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here