হার্নিয়া অপারেশন শিবির ঝাড়গ্রাম জেলা হাসপাতালে

0
146

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

শনিবার ল্যাপরোস্কোপির সাহায্যে হার্নিয়া অপারেশন শিবির হল ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। অ্যাসোসিয়েশন অফ সার্জেন অফ ইন্ডিয়া এবং অ্যাসোসিয়েশন অফ মিনিমাল এক্সেস সার্জেন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে বিনামূল্যে শিবিরটির আয়োজন করা হয়।

Hernia operation camp at jhargram | newsfront.co
নিজস্ব চিত্র

১৪ ও ১৫ তারিখ দুদিন ধরে অপারেশন চলবে। শিবিরের বিখ্যাত সার্জেন মাখনলাল সাহা, তমনাশ চৌধুরী, অভিম্যুন বসু, বিশ্বরূপ বোস, ওম তাঁতিয়া-রা অপারেশন করছেন। শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকঅ অশ্বিনী মাঝি, ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সুপার মলয় আদক।

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে কর্মমেলা

শিবিরের কনভেনর ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সার্জেন শীর্ষেন্দু গিরি বলেন,‘ঝাড়গ্রাম জেলায় এই ধরনের ক্যাম্প প্রথম করা হচ্ছে। আগামী দিনেও আর করা হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here