ঐতিহ্যবাহী বেড়া উৎসবের ইতিহাস

0
89

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

নিজস্ব চিত্র

আজ ঐতিহ্যবাহী বেড়া উৎসব পালিত হতে চলেছে।বৃহস্পতিবার রাতে ভাগীরথী গঙ্গায় মহাসমারোহে ও আড়ম্বরের সাথে বেড়া উৎসব পালিত হবে।

নিজস্ব চিত্র
প্রদীপ।নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ হাজারদুয়ারী প্যালেস সেজে উঠবে আলোর রোশনাই।আলো, আতশবাজি আকাশ সুসজ্জিত হবে।এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেন।হাজার হাজার মানুষ এই দিনে ভাগীরথী গঙ্গার তীরে উপস্থিত হন।

আরও পড়ুনঃ শ্রীমৎ ভগবৎ জ্ঞান সমারোহ বার্ষিক উৎসব উপলক্ষে গণ বিবাহ

প্রতীকী নৌকো।নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

১৭০৩ সালে সুবে বাংলা বিহার ওড়িশার নবাব মুর্শিদকুলি খাঁ এই উৎসবের সূচনা করেন তৎকালীন রাজধানী ঢাকা থেকে।তবে ১৭০৪ সাল থেকে মুর্শিদাবাদ থেকেই এই উৎসব শুরু হয়।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

জল দেবতা কোজা খিজিরের স্মরণে এই উৎসব বলে জানা যায়।কথিত আছে সেই সময় নবাব দিল্লির উদ্দেশ্যে উপঢৌকন পাঠাতেন নদী পথে।আর সেই সময় নদীপথে জলদস্যুদের আক্রমন থেকে বাঁচতেই জল দেবতার আরাধনায় এই উৎসব সূচনা হয় বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here