তুলির টানে বদলে গেল ঐতিহাসিক ব্রিজের রূপ

0
55

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

historical bridge reinvent with drawing | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের হিজলী টাইডাল ক্যানেলের অবস্থান করেছে এই ঐতিহাসিক ব্রিজ। কথিত আছে ১৮৫১ সালে রাজা লক্ষন প্রসাদ গর্গ ও দেওয়ান রামনারায়ন গিরির তত্বাবধানে এই ব্রিজ নির্মিত হয়।

historical bridge reinvent with drawing | newsfront.co
নিজস্ব চিত্র

আর এখনও সেই ব্রিজ দিয়ে প্রত্যহ অসংখ্য মানুষ নিত্য যাতায়াত করেন। কিন্তু বর্তমানে সেই ব্রিজের অবস্থা খুব শোচনীয় সেই ব্রিজে পানের পিক বা বিভিন্ন নোংরায় ভর্তি।

historical bridge reinvent with drawing | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বালুছায়া সভাকক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ভোটার দিবস উদযাপন

ফলে ঐতিহাসিক আমলের এই স্মৃতি নষ্ট হতে চলেছে, এরপরই এই ব্রিজকে অন্য চিত্র ফুটিয়ে তুলতে এগিয়ে এলো এলাকার ছাত্রছাত্রীরা, বিশ্বকলা কেন্দ্র তাঁদের ছাত্র ছাত্রীদের তাদের চিত্রাঙ্কন সেই চিত্র বদলে দিয়েছে। আঁকা হয়েছে এ ব্রিজে নানান কার্টুনের চরিত্রের ছবি, ফলে এক অন্য মাত্রায় রূপ এনেছে এই ব্রিজের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here