বৃদ্ধার ঠাঁই রাস্তায়, বাড়ি ছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

0
41

সুদীপ পাল,বর্ধমানঃ

মায়ের ঠিকানা বাড়িতে নয়, নিদেনপক্ষে কোন বৃদ্ধাশ্রমেও নয়, মায়ের ঠিকানা রাস্তায়। বাক্স, বিছানা-সহ বৃদ্ধা মাকে বার করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে।

homeless old lady | newsfront.co
আক্রান্ত পদ্মা চট্টোপাধ্যায়।নিজস্ব চিত্র

দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডের হেডকোয়ার্টার কলোনি এলাকায় ওই বৃদ্ধা কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ছেলে জয়দেবকে নিয়ে হেডকোয়ার্টার এলাকায় থাকতেন বৃদ্ধা পদ্মা চট্টোপাধ্যায়। তাঁর স্বামী নারায়নবাবু ছিলেন ডিপিএল-এর কর্মী। হেডকোয়ার্টার এলাকায় জমি কিনেছিলেন তিনি। সেখানে ছোট ছেলেকে নিয়ে থাকতেন পদ্মাদেবী। বড় ছেলে বাসুদেব বিয়ের পর লেবারহাট বস্তিতে থাকেন। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই মাকে চাপ দিচ্ছিলেন টাকার জন্য। সাধ্যমত টাকা না পাওয়ায় ঘরে এসে ঘর থেকে মাকে বার করে যাবতীয় জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলেন তিনি। তালা লাগিয়ে দেন। এই সময় বাইরে বৃষ্টি পড়ছিল। ফলে বৃদ্ধার অবস্থা তথৈবচ হয়ে পড়ে। ছোটছেলে জয়দেব প্রতিবাদ করায় তার উপরেও চড়াও হয় বাসুদেব। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন পদ্মাদেবী। দ্রুত তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসুদেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পদ্মাদেবী। তিনি বলেন, জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য বহুদিন থেকেই তাঁকে চাপ দিচ্ছিল বড় ছেলে। তা না শোনার জন্য এরকম কাণ্ড করেছে সে।

আরও পড়ুনঃ মিড ডে মিলের খিঁচুড়িতে মৃত কেন্নো

এলাকায় গিয়ে পুলিশ ইতিমধ্যে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছে। অভিযুক্তকে থানায় ডেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বাসুদেব।যদিও বাসুদেববাবু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here