দুয়ারে রেলগাড়ি হুগলির শ্রীরামপুরে

0
60

শুভব্রত সরকার, হুগলিঃ

আস্ত একটা রেলগাড়ি তাও আবার চলছে বাড়ির মধ্যে l কোনো কাল্পনিক কাহিনী নয়l এমনি করে তাক লাগিয়ে দিয়েছেন হুগলির শ্রীরামপুরের বাসিন্দা প্রভাস ভট্টাচার্য l পেশায় পুরোহিত  প্রভাস বাবুর একসময় স্বপ্ন ছিল ট্রেনচালক হবেন l বাস্তবে সেটা হয়ে ওঠেনি কিন্তু স্বপ্ন তো শেষ হতে দেওয়া যায় না l তাই নিজের বাড়িতেই ইস্পাত দিয়ে তৈরি করে ফেলেছেন সবুজ ও হালকা হলুদ রঙের তিন কামরার ট্রেন। অবিকল ট্রেনের মতোই হাতল, বসার আসন, জানালা, রয়েছে রেলপথও।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ডোমকলে বোমা বিস্ফোরণে মৃত ১

বাড়ির বিভিন্ন জায়গা জুড়ে পাতা হয়েছে রেলপথ, রয়েছে সিগন্যাল ব্যবস্থা l বিদ্যুতের সাহায্যে রেলপথ ধরেই দাপিয়ে বেড়াচ্ছে প্রভাস বাবুর স্বপ্নের ট্রেন l তিনি বেশ কিছু ট্রেন তৈরি করে বিক্রি করলেও ব্যাবসায়িক উদ্দেশ্যে তৈরি করার মতো ক্ষমতা নেই আর তাই চাইছেন কোনো উদ্যোগপতি যদি এগিয়ে আসেন তার সাফল্যের পথে সাহায্যের জন্য l

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here