বিক্রি নেই জাতীয় পতাকা, হতাশ চুনাখালীর ব্যবসায়ীরা

0
123

শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ

ভারতের জাতীয় পতাকা কেন্দ্রস্থলে ২৪ টি দণ্ড যুক্ত ঘন নীল রঙের অশোকচক্র সংবলিত ভারতীয় গেরুয়া, সাদা ও সবুজ এই তিন রঙের অনুভূমিক আয়তকার পতাকা। ১৯৪৭ সালের ২২ শে জুলাই গণপরিষদের একটি অধিবেশনে বর্তমান পতাকার নকশাটি গৃহীত হয়। সেই বছর ১৫ আগস্ট জাতীয় পতাকা হিসাবে স্বীকৃতি লাভ করে। আর ভারতের এই পতাকাকে ত্রিরঙ্গা নামে অভিহিত করা হয়।

Murshidabad
জলঙ্গীর শ্যামবাজারের পতাকার দোকান। নিজস্ব চিত্র

ইতিহাস বলে এই জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই বছর আমরা ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি।

Interview
সাক্ষাৎকার । নিজস্ব চিত্র

এই অতিমারীতে কেমন আছেন চুনাখালী- নিমতলার পতাকা ব্যবসায়ীরা? তার খোঁজ নিতে নিউজ ফ্রন্ট পৌঁছে গিয়েছিল বহরমপুর জলঙ্গি রোডে অবস্থিত শ্যামবাজার এলাকায়। এখানকার ব্যবসায়ীরা জানালেন, অন্যান্য বারের তুলনায় ক্রেতার সংখ্যা অনেকটাই কম। দাম বেড়েছে পতাকার। পতাকার মধ্যে রকমারি থাকলেই চাহিদা নেই সেই তুলনায়।

আরও পড়ুনঃ অবসর নিলেন তথ্যপ্রযুক্তি আইনের ৬৬’এ ধারা বিলোপের কান্ডারী শীর্ষ আদালতের বিচারপতি আরএফ নরিম্যান

Small Traders
সাক্ষাৎকার । নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ৭৫তম স্বাধীনতা দিবসে ভারতের সবচেয়ে বড় জাতীয় পতাকা কোথায় উড়বে জানেন?

বিক্রেতাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। অনেক ক্রেতা রকমারি পতাকা কেনার ইচ্ছে নিয়ে আসলেও দাম শুনে রাশ টানছেন কেনাকাটিতে। বিক্রেতারা আশায় আছেন হয়তো আগামীকাল কিছুটা হলেও বিক্রি বাড়বে সেই আশায়। পসরা সাজিয়া বসেছেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here