লকডাউনের মাঝেই হাতি দেখতে ভিড় বাঁকুড়ায়

0
46

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

‘করোনা’ সতর্কতায় দেশ জুড়ে ‘লক ডাউন’ চলছে। এর মধ্যেই সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে শুধুমাত্র হাতি দেখার তাগিদে রাস্তায় নেমে পড়লেন অসংখ্য মানুষ। বাঁকুড়ার পাত্রসায়র এলাকায় এমন ঘটনা দেখা গেল।

elephant |newsfront.co
নিজস্ব চিত্র

গত কয়েক দিন ধরে তিনটি হাতির একটি দল সোনামুখী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। একটি হাতিকে বনদফতরের পক্ষ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও দু’টি হাতি বর্ধমানের খণ্ডকোষ এলাকায় চলে যায়। সোনামুখী ও পাত্রসায়র বনদফতরের কর্মীরা যৌথভাবে ঐ হাতির দলটিকে সরিয়ে আনার চেষ্টা করেন।

local police |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পায়ে হেঁটে বর্ধমান টু খড়গপুর

এই খবর পেয়ে পাত্রসায়রের রসুলপুর, বেতুর, ঘোষপাড়া ফকিরডাঙ্গা, ইদিলচক, কাটোরা এলাকার প্রচুর মানুষ হাতি দেখতে রাস্তায় নেমে পড়েন। পুলিশের উপস্থিতিতেও অতি উৎসাহী জনতাকে আটকানো যায়নি।

officer |newsfront.co
দয়াল চক্রবর্তী, সোনামুখি রেঞ্জ অফিসার। নিজস্ব চিত্র

পাত্রসায়রের বনাধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন, হাতি দু’টিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

forest office |newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু মানুষ যেভাবে হাতি দেখতে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন আটকানো যাচ্ছেনা। পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে চেষ্টা করলেও কাজ হয়নি বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here