শ্যামল রায়,কাটোয়াঃ
২৭ তম কাটোয়া বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার সন্ধ্যায়।বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক অমর মিত্র।উদ্বোধন কালে তিনি জানিয়ে দেন যে “এই সময় কালে যতই অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটুক না কেন? বইয়ের বিকল্প কিছু হতে পারে না।তাই বইতে ভালবাসতে হবে বই কিনতে হবে।নিত্য নতুন লেখা জানা যাবে একমাত্র বইয়ের মধ্যে দিয়ে।” তাই বইমেলা গুলোতে বইয়ের সম্ভার নিয়ে প্রকাশকরা বসেন, ‘বই কিনতে হবে’ এবং ‘পড়তে হবে’ জোর দিয়ে এই কথাগুলো বলেন সাহিত্যিক অমর মিত্র।
এই বইমেলায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জেলা গ্রন্থাগারিক সুমন্ত চট্টোপাধ্যায় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহকুমা শাসক সৌমেন পাল পুলিশ আধিকারিক, শৈবাল বাক্সি,ত্রিদিব সরকার,কবি স্বপ্ন কমল সাহা, প্রশান্ত মাঝি ও বই মেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তুষার পন্ডিত ও চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কাটোয়া শহরের কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে এই কাটোয়া বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বইমেলার উদ্বোধন কালে তিনজন নতুন লেখক এর বই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
এছাড়াও এই বইমেলায় সাতটি নামিদামি প্রকাশকরা যোগদান করেছেন।প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে এই মেলায়।থাকবে কবি সম্মেলন। বই মেলা চলবে ১৪ ই ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুনঃ নেতাজি পিকনিক পার্কের দ্বার-উদঘাটনে মন্ত্রী ফিরহাদ হাকিম
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584