মনিরুল হক,কোচবিহারঃ
একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।আজ কোচবিহার রাসমেলার মাঠে সরকারী সুবিধা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে ওই উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। পাশাপাশি কন্যাশ্রী, সবুজসাথী, গতিধারা, আনন্দ ধারা সহ বেশ কিছু প্রকল্পে উপভোক্তাদের হাতে সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী।
প্রশাসন সুত্রে জানা গিয়েছে,এদিন দিনহাটা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক,কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি,মাথাভাঙা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙায় ৩৩/১১ কেভি বিদ্যুতের সাব স্টেশন, কোচবিহার ১ নম্বর ব্লকের প্রাণনাথ রায় সেতু,পসরাহাটে কর্মতীর্থ,জেলার বিভিন্ন ব্লকে ৫৬ অঙ্গনওয়ারী কেন্দ্রের বাড়ি নির্মাণ,দিনহাটা ১ নম্বর ব্লকের বড় শালমারি,কোচবিহার ১ নম্বর ব্লকের একমুখা ও কোচবিহার ২ নম্বর ব্লকের শিঙ্গিমারি পঞ্চিম পাড়ে নল বাহিত পানীয় জল সরবরাহ প্রকল্প,কোচবিহার পুরসভা ও জেলার বিভিন্ন এলাকায় ১৯ টি রাস্তার সম্প্রসারণ এবং মানোন্নয়ন,কোচবিহার পুরসভা এলাকার জেলা পরিবার কল্যাণ বিপণন কেন্দ্র ও এলইডি পথ বাতি,কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি বাজারের মানোন্নয়নের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও বেশ কিছু প্রকল্পের শিলন্যাস করেন মুখ্যমন্ত্রী।এরমধ্যে উল্লেখযোগ্য তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপলে রায়ঢাক নদীতে সেতু নির্মাণ,কোচবিহার কলেজে নতুন শ্রেনী কক্ষ নির্মাণ,মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জে অগ্নি নির্বাপণ কেন্দ্র,দিনহাটা ১ নম্বর ব্লকের ধরলা নদীতে বাধ নির্মাণ, মাথাভাঙা ১ নম্বর ব্লকের দুটি মাথাভাঙা ২ নম্বর ব্লকের ১ টি রাস্তা নির্মাণ, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকে তুফানগঞ্জ রেল স্টেশন থেকে ধরের মোড় পর্যন্ত রাস্তা সংস্কার, দিনহাটা পুরসভা এলাকায় পথ বাতি স্থাপন সহ আরও বেশ প্রকল্পের শিলান্যাস করা হয়।
ওই প্রকল্প গুলোর উদ্বোধন,শিলান্যাস ও সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাটে তুলে দেওয়ার পর বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী ওই সভা শেষ করেন।এদিনই তাঁর কোচবিহার থেকে জলপাইগুড়ির চালসা সংলগ্ন টিয়াবনে যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুনঃ আবগারি দপ্তরের তৎপরতায় উদ্ধার দেশি চোলাই মদ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584