কালনার পর্যটন উৎসবের শুভ উদ্বোধন

0
222

শ্যামল রায়,কালনাঃ

Tourism fair at kalna2
নিজস্ব চিত্র

মন্দিরময় কালনায় একাধিক প্রাচীন স্থাপত্য রয়েছে।অনেক ক্ষেত্রে দেশের বিভিন্ন রাজ্যের মানুষের কাছে এবং বিদেশিদের কাছেও কালনার ঐতিহ্য অজানা হয়েছিল।তাই কালনার স্থাপত্য বিভিন্ন রাজ্যে এবং বিদেশে সরিয়ে দিতেই পর্যটন উৎসবের সূচনা শুরু হয় বিগত পাঁচ বছর ধরে।মঙ্গলবার কালনা পর্যটন উৎসবের সূচনা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ।এই পর্যটন উৎসব কে বিভিন্ন মাধ্যমে প্রচার এর উদ্দেশ্য নিয়ে গত দুদিন আগে একটি বাইক মিছিল বলাগর থানা এলাকাসহ কালনার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে।মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে কালনায় রয়েছে একাধিক মঠ-মন্দির।যা কিনা বহু তীর্থস্থানে এই ধরনের স্থাপত্য নিদর্শন দেখা যায় না।রয়েছে ৫০০ বছরের প্রাচীন মহাপ্রভুর মন্দির রয়েছে প্রতাপেশ্বর মন্দির রয়েছে ২৫ চূড়া লালজী মন্দির কৃষ্ণচন্দ্র মন্দির ১০৮ শিবমন্দির সহ একাধিক প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির।তিনি বলেন,”আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ঐতিহ্যবাহী তীর্থস্থানে এবং মন্দির সংস্কারের মধ্যে দিয়ে পর্যটকদের কাছে আকর্ষণীয় করার জন্য ইতিমধ্যেই বহু অর্থ বরাদ্দ করেছেন।তাই এই ধরনের উৎসবের প্রয়োজনীয়তা যথেষ্ট রয়েছে উৎসব মানুষের মনকে ভালো করে উৎসব মানুষের মধ্যে একটি সহযোগ মেলবন্ধন তৈরি করে দেয়।”

পর্যটন উৎসব কমিটির সম্পাদক স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর জানিয়েছেন যে “আমাদের কালনার ঐতিহ্য বিভিন্ন জায়গায় প্রচারের স্বার্থে এই ধরনের পর্যটন উৎসব করা শুরু হয়েছিল পাঁচ বছর ধরে আমরা এই উৎসব করে যাচ্ছি।
আমরা চাই বিভিন্ন পর্যটক কালনা শহরের মঠ-মন্দির দেখুক এর ফলে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটবে।”
ভিন রাজ্যে কালনার কথা ছড়িয়ে দেওয়ার জন্যই এই ধরনের পর্যটন উৎসব করার প্রধান উদ্দেশ্য।পর্যটন উৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল,সুশীল মিশ্র,নীলিমা কূপটি সহ একাধিক বিশিষ্টজনেরা।এছাড়াও এই উৎসবে আসার কথা আছে প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কে।উৎসব চলবে ৫ দিন ধরে।

আরও পড়ুনঃ সুন্দরবনের কাকদ্বীপে শুরু ফুল মেলা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here