ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দেশে ফের উর্দ্ধমুখী কোভিড গ্রাফ! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ১৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩৮ হাজার ০১২ জন।
Of 27,176 new cases, and 284 deaths reported in India in the last 24 hours, #Kerala recorded 15,876 new COVID19 cases and 129 deaths in the last 24 hours.
— ANI (@ANI) September 15, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৩ লক্ষ ৫১ হাজার ০৮৭ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ২৫ লক্ষ ২২ হাজার ১৭১ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৭৫ কোটি ৮৯ লক্ষ ১২ হাজার ২৭৭ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584