রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত ভারত, কৃতজ্ঞ মোদী

0
73

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রসংঘের মোট ১৯৩ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৮৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ভারত। এই ঘটনায় আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভের জন্য বিশ্ব সম্প্রদায়ের থেকে যে ব্যাপক সমর্থন মিলেছে তার জন্যে আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশ্বজুড়ে শান্তি, সুরক্ষা, স্থিতিশীলতা এবং ন্যায়বিচারের প্রচারের ক্ষেত্রে সকল সদস্য দেশগুলির সঙ্গে মিলে কাজ করবে ভারত”।

PM Narendra Modi | newsfront.co
গ্রাফিক্স চিত্র

বুধবার ভারতের সঙ্গে যে দেশগুলি নিরাপত্তা পরিষদে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে আছে মেক্সিকো, আয়ারল্যান্ড এবং নরওয়ে। একটি আসনে কেউ নির্দিষ্টভাবে বিজয়ী হয়নি। তবে রাষ্ট্রসংঘের ১৯৩ সদস্যের দেশকে আরও একটি শূন্য আসন পূরণের জন্য বৃহস্পতিবার ওই আসনে ফের ভোট হবে।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ। সেই পাঁচটি সদস্য দেশ হল আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেন। সেখানে বাকি দশটি আসন রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলির জন্য। স্থায়ী সদস্যেরা ভোটও দিতে পারে। ২০২১ এবং ২০২২ সালের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হবে ভারত।

আরও পড়ুনঃ লাগাতার ১২ দিন: পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৬.৫৫ ও ৭.৪ টাকা

রাষ্ট্রসংঘে থাকা ভারতের দূত টুইট করে জানিয়েছেন, “বিপুল সমর্থনে ২০২১-২২ সালের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হয়েছে ভারত।” এর আগে ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-৯২ এবং ২০১১-১২ সালে ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here