বিশ্ব ক্ষুধা সূচকে নেপাল, বাংলাদেশ, পাকিস্তানের থেকেও নিচে ভারত

0
77

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

সম্প্রতি ১১৬ দেশের বিশ্ব ক্ষুধা সূচকে (জিএইচআই) এ বছর ভারতের অবস্থান আরো নিচে নেমে গেছে। ৯৪ থেকে ভারত নেমে এসেছে ১০১ নম্বরে। আমাদের দেশীয় অন্যতম গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Food index

এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের থেকেও পিছিয়ে রয়েছে। ২০২০ সালে বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ছিল ৯৪তম স্থানে। জানা গেছে, পাঁচের কম জিএইচআই স্কোর করে প্রথমসারিতে রয়েছে চীন, ব্রাজিল  ও কুয়েতের মতো ১৮টি দেশ। ক্ষুধা ও অপুষ্টির ভিত্তিতে এই তালিকা করা হয়।

জিএইচআই ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। এই রিপোর্ট যৌথভাবে তৈরি করেছে আইরিশ ত্রাণ সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে। জিএইচআই রিপোর্টে ভারতের অবস্থাকে উদ্বেগজনক আখ্যা দেওয়া হয়েছে।

২০২০ সালে ১০৭ দেশের মধ্যে ভারতের স্থান ছিল ৯৪তম। এবার ১১৬টি দেশ তালিকায় রয়েছে। এ ক্ষেত্রে ভারত নেমে গেছে ১০১তম স্থানে।  ভারতের জিএইচআই স্কোরও কমেছে। ২০০০ সালে এই স্কোর ছিল ৩৮.৮। ২০১২ থেকে ২০২১ পর্বে তা রয়েছে ২৮.৮-২৭.৫-এর মধ্যে।

মূলত চারটি বিষয়ের মাপকাঠিতে এই সূচক তৈরি হয়। এগুলো হলো অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সের শিশুদের উচ্চতার তুলনায় ওজন, পাঁচ বছরের কম শিশুদের উচ্চতা ও পাঁচ বছরের কম  শিশুদের মৃত্যুহার।

আরও পড়ুনঃ বাকি প্রায় তিন কোটি, দেশে ১০০ কোটি টিকাকরণ হলেই লাউডস্পিকার বাজিয়ে ঘোষণা করবে কেন্দ্র

রিপোর্টে বলা হয়েছে, কোভিড-১৯ ও মহামারি সংক্রান্ত বিধি-নিষেধের কারণে ভারতে মানুষের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। নেপাল (৭৬), বাংলাদেশ (৭১), পাকিস্তানের (৯২) পরিস্থিতি ভারতের তুলনায় বেশ ভালো। মানুষের খাদ্যের ব্যাপারে এই দেশগুলো ভারতের থেকে এগিয়ে।

আরও পড়ুনঃ কয়লা বাবদ অর্থ মেটাতে রাজ্যকে চিঠি কেন্দ্রের, কয়লা সংকট মানতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী

তবে রিপোর্ট অনুসারে, পাঁচ বছরের কম বয়সের শিশুদের মৃত্যুহারের ক্ষেত্রে ভারতে পরিস্থিতির উন্নতি হয়েছে। সেই সঙ্গে খাদ্যের অভাবজনিত অপুষ্টির হারও কমেছে ভারতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here