অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
স্বর্গ থেকে অজিত ওয়াদেকার থাকলে বোধহয় সব থেকে বেশি খুশি হতেন তার ৪২ রানে লজ্জার রেকর্ডভাঙলো চার দশক পরে। এবার টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর হল ৩৬। অধিনায়ক হিসেবে একাধিক নজির করার সাথে এই লজ্জার চুনকালি মাখতে হল ক্যাপ্টেন কোহলিকে।
প্রথম ইনিংসে ১৯১ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ রানের লিগ নিয়ে ব্যাট করতে নেমে লজ্জাজনক পারফরম্যান্স ভারতের। টেস্টে সর্বনিম্ন রান করে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ৩৬ রানে। জয়ের জন্য অজিরা দরকারি ৯০ রান মাত্র ২ উইকেট হারিয়ে তুলে আড়াই দিনে গোলাপি টেস্ট পকেটে পুরে নেয়।
দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকা জশপ্রীত বুমরাহ ও মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। শুরুতেই আউট হন বুমরাহ। ১৭ বলে ২ রান করেন তিনি। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ সিডনিতে নতুন করে করোনার সংক্রমণ, দুশ্চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া
সবথেকে লজ্জার বিষয় দ্বিতীয় ইনিংসে কোনো ভারতীয় ব্যাটসম্যান ২ অঙ্কের রান করতে পারেননি। সর্বোচ্চ ৮ রান করেন হনুমা বিহারী। বিরাট কোহলি ৪, অজিঙ্কে রাহানে ০, চেতেশ্বর পূজারা ০, ঋদ্ধিমান সাহা ৪ করে আউট। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল কোনো সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে অজিরা খেলছে।
আরও পড়ুনঃ তাকেও অবসর নিতে বাধ্য করা হয়েছে, দাবী আখতারের
অজি বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেন জশ হ্যাজেলউড। ৫ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ করেন তিনি। ১০.২ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন প্যাট কামিন্স । জবাবে ওয়েড ও লাবু শানে র উইকেট হারিয়ে জয় পায় অস্ট্রেলিয়া। পরের টেস্ট থেকে বিরাট নেই চাপ বাড়ল টিম ইন্ডিয়ার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584