ভারতে আসতে পারবেন বিদেশী পর্যটকরা, ১৮ মাস পর টুরিস্ট ভিসা দেওয়া শুরু করল কেন্দ্র

0
63

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার কারণে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছিল বিদেশী পর্যটকদের আগমন। এবার পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হতে বিদেশী পর্যটকদের ভারতে আসার অনুমতি দিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।

International flight

ওই নির্দেশিকায় বলা হয়েছে, আপাতত যাঁরা চার্টার্ড ফ্লাইটে ভারতে আসবেন, শুধুমাত্র তাঁদের জন্যই এই অনুমতি দেওয়া হচ্ছে। পরে ১৫ নভেম্বর থেকে সাধারণ বিমানেও বিদেশী পর্যটকরা এদেশে আসতে পারবেন। ১৫ অক্টোবর থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর হবে। প্রায় ১৮ মাস পর বিদেশী যাত্রীদের এই টুরিস্ট ভিসা দেওয়া শুরু করল কেন্দ্র।

এ বিষয়ে কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান সংস্থাগুলি যেন কেন্দ্রের সব করোনা বিধি মেনে যাত্রীদের ভারতে নিয়ে আসে। করোনা অতিমারীর জেরে গত বছর সব বিদেশী টুরিস্টের ভিসা বাতিল করা হয়েছিল। শুধু তাই নয়, অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছিল। পরে অবশ্য সংক্রমণ কমে যেতে সেইসব নিয়ম শিথিল করা হয়েছে। বিদেশী পর্যটকদর এদেশের আসার অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন রাজ্যের সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে অনুরোধ আসতে শুরু করেছিল।

আরও পড়ুনঃ ‘সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই’- প্রমান করল বিহারের হবু আইএএস

এরপরই বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রক, পরিবার কল্যাণ মন্ত্রক, বিদেশ মন্ত্রক, অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক এবং পর্যটক মন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক। বিদেশী পর্যটকদের ভারতে আসার অনুমতি দিল কেন্দ্র। কেন্দ্রের নির্দেশেই পুনরায় টুরিস্ট ভিসা চালু করা হয়।

আরও পড়ুনঃ কর্ণাটকে লাগাতার বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি, মৃত ২ শিশু সহ সাতজন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৯৬৩ জন।গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৭১ জনের। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ২৫ হাজার ২২১ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here