আসিফ ইকবালঃ
ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটে জিতলেও ম্যাচ জমল না।
টি-টোয়েন্টি ম্যাচ, কোথায় রানের বন্যা বয়ে যাবে, চার ছয়’এর ফুলঝুরি দেখা যাবে! নাতো সকলকে হতাশ করে হল এক লো স্কোরিং ম্যাচ! টসে হেরে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৯ রান তোলে।ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন (২৭)। ভারতের হয়ে কুলদীপ যাদব ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ৩উইকেট তুলে নেন। অভিষেক ম্যাচে ক্রুনাল পান্ডিয়া ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন।আবার খলিল আহমেদও অভিষেক ম্যাচে ভাল বোলিং করে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতও একেরপর এক উইকেট খোয়াতে থাকে। অবশেষে হাল ধরেন দীনেশ কার্ত্তিক। কার্ত্তিক ও ক্রুনাল ১৭.৫ ওভারে ম্যাচ শেষ করে আসেন। দীনেশ কার্ত্তিক অপরাজিত থাকেন ৩১ রানে ও ক্রুনাল ৯ বলে দ্রুত ২১ রান তুলে অপরাজিত থাকেন।ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যাপ্টেন কার্লোস ব্র্যাথওয়েট ৪ ওভার বল করে মাত্র ১১ রানে ২টি উইকেট নেন।ম্যান অব দ্যা ম্যাচ হন কুুুলদীপ যাদব।
(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584