নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনার থাবায় বিপর্যস্ত রেল পরিষেবা। ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ, দৈনিক সংক্রমণ পার করেছে ৪লক্ষের গণ্ডি। ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে লকডাউন বা আংশিক লকডাউন। করোনা রাশ টেনে ধরতে এবার রাজধানী, দুরন্ত, শতাব্দী সহ ২৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করল ভারতীয় রেল।
এর আগে পশ্চিমবঙ্গ সরকার বাতিল করেছে লোকাল ট্রেন পরিষেবা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতীয় রেলও। ফের একবার থাবা বসিয়েছে মারণ এই করোনা ভাইরাস। সংক্রমিত রেলকর্মী থেকে শুরু করে ট্রেনের চালকও। দেশে একদিনে সংক্রমণ চার লক্ষ ছাড়িয়েছে, মৃত্যুও ৪হাজারের দোরগোড়ায়। পরিস্থিতি ক্রমশ জটিলতর হয়ে উঠছে।
আরও পড়ুনঃ ১৫মে পর্যন্ত জনতা কার্ফু জারি মধ্যপ্রদেশ সরকারের
এই পরিস্থিতিতে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ৯মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে এই স্পেশাল ট্রেন পরিষেবাগুলি। এর আগে পূর্বরেলের পক্ষ থেকেও জানানো হয়েছে, আগামী ৭মে থেকে লোকাল ট্রেন ছাড়াও বন্ধ থাকবে দূরপাল্লার ১৬টি ট্রেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584