দেশের দীর্ঘতম রোপওয়ে চালু হল অসমে

0
42

ওয়েব ডেস্ক, অসমঃ

১১ বছরের জট কাটিয়ে গতকাল অর্থাৎ সোমবার থেকে চালু হল ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে দেশের সবথেকে লম্বা রোপওয়ে। উদ্বোধন করলেন অসমের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও গুয়াহাটি উন্নয়ন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রোপওয়ের মাধ্যমে প্রায় দু’কিলোমিটার যাওয়া যাবে। সময় লাগবে মাত্র আট মিনিট। রোপওয়ে দৈর্ঘ্যে ১.৮২০ কিলোমিটার।

Ropeway | newsfront.co
চালু হওয়া রোপওয়ে। সংবাদ চিত্র

প্রথমে ভরলুমুখ। তারপর কামাখ্যাগেট। জালুকবাড়ি পার করে বাঁয়ে ব্রহ্মপুত্রের উপরে সরাইঘাটের সেতু। তা পার করে ফের বাঁয়ে ঘুরে গাড়ি ছোটানো। ফের সরাইঘাট সেতুর স্থলভাগের নীচ দিয়ে লম্বা পথ পাড়ি। মোট রাস্তাটা ২৫ কিলোমিটারের। যানজট পার করে পাক্কা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘণ্টার রাস্তা। সেই রাস্তাই এবার ষাট মিনিটের বদলে মাত্র আট মিনিটে পার করা যাবে দেশের এই দীর্ঘতম রোপওয়ের মাধ্যমে।

আরও পড়ুনঃ কোমায় কিম, উত্তর কোরিয়ার দায়িত্বভার বোনের হাতে

জিএমডিএ জানায়, একটি কেবিনে এক অপারেটর সহ ৩০ জন যাত্রী বসতে পারবেন। কিন্তু করোনার স্বাস্থ্যবিধির কারণে আপাতত ১৫ জনের বেশি যাত্রী কেবিনে তোলা হবে না। সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত রোপওয়ে চলবে। এক দিকে যাওয়ার জন্য টিকিটের দাম ৬০ টাকা। আসা-যাওয়ার টিকিট কাটলে ১০০ টাকা দিতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here