মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েতের রাজপুর এলাকায়। ওই ঘটনায় কনক বর্মণ নামে এক তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি আহত হয়ে কোচবিহার এম জেএন হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গোষ্ঠীর সমর্থক স্থানীয় পঞ্চায়েত সদস্য পোদেন বর্মণের নেতৃত্বে বিধায়ক মিহির গোস্বামী গোষ্ঠীর অনুগামী হিসেবে পরিচিত কনক বর্মণকে মারধর করা হয়। ওই ঘটনায় আহত তৃনমুল কর্মী কোচবিহার হাসপাতালে ভর্তি রয়েছে।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১ নম্বর ব্লকের সভাপতি খোকন মিয়াঁ বলেন, “আমরা গোষ্ঠী সংঘর্ষ কোন ভাবেই মেনে নেব না। রাজপুরের ঘটনা জেনে জেলা নেতৃত্বকে রিপোর্ট দেব। দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
অন্যদিকে মন্ত্রী গোষ্ঠীর অনুগামী হিসেবে পরিচিত চান্দামারী এলাকার তৃণমূল কংগ্রেস নেতা ক্ষুদিরাম সরকার বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে রাজপুরের বর্তমান পঞ্চায়েত সদস্য পোদেন বর্মণের স্ত্রীকে আক্রমণ করেছিলেন এই কনক বর্মণ। ওই সময় পোদেন বর্মণ এলাকায় থাকতে পারেন নি বলে পুলিশের কাছে অভিযোগ জানানো যায় নি। ফের এদিন সকালে এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করলে বাসিন্দাদের রোষের মুখে পড়েন কনক। এরমধ্যে কোন রাজনীতি বা গোষ্ঠী কোন্দলের বিষয় ছিল না।”
পঞ্চায়েত নির্বাচনের আগে ওই দুই গোষ্ঠীর মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। ভোট পর্ব মিটে যাওয়ার পর কিছুদিন এলাকায় শান্তি বাজায় থাকলেও ফের ওই এলাকা উত্তপ্ত হতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584