জগদ্ধাত্রী পূজায় সেজে উঠেছে আয়রা গ্রাম

0
242

নিটু দেওয়ান,মুর্শিদাবাদঃ
বহু পুরনো ঐতিহ্য মেনে এবার ও মহাসমারোহে পালিত হচ্ছে নবগ্রামের আয়রা গ্রামে সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো।পাঁচদিন ধরে চলবে এই পুজো।

নিজস্ব চিত্র

পুজো উপলক্ষ্যে পুজো প্রাঙ্গনে চলছে বিরাট মেলা ও চারদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে , অনুষ্ঠানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান,আলকাপ গান, বাউল গান,নাটক, ও সামাজিক যাত্ৰা পালা। এই পাঁচ দিন দূরদূরান্ত থেকে শয়ে শয়ে দর্শনাথী আসেন।বাঙালীর যেমন শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো ঠিক তেমনি আয়রা গ্রামের শ্রেষ্ঠ পুজো জগদ্ধাত্রী পুজো। অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে লোকশিল্পী দ্বারা জনচেতনা মূলক প্রচার অনুষ্ঠান।

নিজস্ব চিত্র

এছাড়া উল্লেখযোগ্য ছিল সামাজিক যাত্রাপালা” মায়ের পায়ে শপথ নিলাম”।জনৈক ব্যক্তি বলেন “আয়রা একটি ঐতিহ্যশালী গ্রাম। বছরের পর বছর এই চারদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনাথীর সমাগম হয়”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here