শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দুর্নীতি দমন আইনে গ্রেফতার করা হল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়ালকে। শনিবার রাতে লেক থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আয়কর সংক্রান্ত প্রচুর নথি।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের গ্রেফতারিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে উল্লেখ করে পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন জগদীপ ধনকড়। রাজ্য প্রশাসনকে আক্রমণ করে জগদীপ ধনকড়ের ট্যুইট, রাজনৈতিক কারণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক চার্টার্ড অ্যাকান্ট্যান্টকে গ্রেফতার করেছে।
Alarmingly worrisome inputs from CA fraternity-politically inspired operation overzealousy afoot @KolkataPolice headed #DD targets CAs-strategy-fishing for material to handicap team members that raided mafia #coal #cattle.
Why forget “Be ye never so high, the law is above you.”
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 22, 2020
পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। এই মামলায় নাম জড়ায় আয়কর দফতরের এক শীর্ষ কর্তাও। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আয়কর দফতরের তরফে বিভিন্ন জায়গায় অভিযানের পর রফায় বসতেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়াল।
আরও পড়ুনঃ বিজেপির বিজয়া সম্মিলনীতে ডাক পায়নি বৈশাখী, অনুপস্থিত শোভন
এমনকি কালো টাকাকে সাদা করার জন্য একাধিক ভুয়ো সংস্থা ছিল তার। ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দুর্নীতি দমন আইনে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ৷ ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করা হত। ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দুর্নীতি দমন আইনে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ করোনা আবহে দীর্ঘদিনের ব্যবধানে খুলল ফুলবাড়ি ইমিগ্রেশন সেন্টার
এদিকে এই গ্রেফতারি নিয়েও রবিবার সকাল থেকে একের পর এক টুইট করে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের গ্রেফতারিকে “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত” বলে উল্লেখ করে পুলিশের বিরুদ্ধে আক্রমণ করে জগদীপ ধনকড় টুইট করেন, রাজনৈতিক কারণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করেছে।
আরও পড়ুনঃ শ্রমিকদের ১২ঘন্টা কাজ করানোর যাবে, কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের খসড়া প্রস্তাব
কয়লা ও গরু পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা চলছে। কেন ভুলে যাচ্ছেন আপনারাও আইনের ঊর্ধ্বে নন। উর্দিধারী সুবিধাভোগীরা কয়লা-গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানকে ভোঁতা করে দিতে চাইছে। আর এই প্রবণতা বিপজ্জনক।
রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার সময় এই রাজ্যের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়েছি। প্রশাসন যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়, তা দেখা আমার কাজের মধ্যে পড়ে। সেটা আমি করবই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584