নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশের ৪০টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগ্যতার নিরিখে প্রথম জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, তৃতীয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, চতুর্থ স্থানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।
জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির প্রাপ্তি ৯০ শতাংশ নম্বর, অরুণাচল প্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৮৩ শতাংশ, জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয় পেয়েছে ৮২ শতাংশ, এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সংগ্রহে ৭৮ শতাংশ নম্বর।
Such a proud moment for Jamia!!
Jamia Millia Islamia tops central universities in government rankings.#JamiaMilliaIslamia https://t.co/LzsegkOuph
— Jamia Millia Islamia (@jamiamillia_) August 13, 2020
জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়েছে যে এই গ্রেড নির্ধারিত হয়েছে একটি ত্রিপাক্ষিক মূল্যায়নের মাধ্যমে; তিনটি পক্ষ হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
আরও পড়ুনঃ দেশের সৎ করদাতাদের সম্মান জানাতে নতুন প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর
যেসব বিষয়ের ওপর নির্ভর করে এই মূল্যায়ন সেগুলি হল, প্রতি বছরের ছাত্র সংখ্যা ইউজি, পিজি, এমফিল, পিএইচডিতে, ন্যাকের মূল্যায়ন, বিভিন্ন গবেষণা, ছাত্র এবং শিক্ষকের সংখ্যার অনুপাত এইসব কিছুর ওপর নির্ভর করে। জামিয়া মিলিয়া র উপাচার্য শ্রীমতী নাজমা আখতার আশা প্রকাশ করেন এই সম্মান আগামীদিনেও বজায় থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584