জিতেন্দ্র তিওয়ারির ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা

0
118

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

jitendra tewari | newsfront.co
ফাইল চিত্র

আসানসোল পুরনিগমের প্রশাসক পদ থেকে ইস্তফা দেওয়ার পর কলকাতায় এসে জিতেন্দ্র তিওয়ারি মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখাও করেছিলেন। তৃণমূলের এই মন্ত্রীর সঙ্গে কথা বলার পর বলেছিলেন,’দিদির সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নেব।’ সেই জিতেন্দ্র তিওয়ারি বুধবারের ফেসবুকে যা পোস্ট করলেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ফেসবুকে জিতেন্দ্র লিখেছেন,’রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই।’ কেন তিনি এরকম পোস্ট করলেন। তিনি কী বিজেপিকে কোনো বার্তা দিলেন? সেটা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ অটল জামানায় শুভেন্দু কেন বিজেপিতে যোগ দেয়নি- কাঁথিতে প্রশ্ন ফিরহাদের

fb post | newsfront.co
জিতেন্দ্র তেওয়ারির ফেসবুক পোস্টের স্ক্রিনশট

প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারির বিজেপি-যোগদানের সম্ভাবনার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। দলীয় লাইনের বিরুদ্ধে কথা বলায় তাঁকে শো-কজ করা হয়েছে। একই ব্যবস্থা নেওয়া হয়েছে মহিলা মোর্চার প্রধান অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। বিজেপি যখন এমন পদক্ষেপ করছে ঠিক তখনই ফেসবুকে জিতেন্দ্র তিওয়ারি লিখছেন,’রাজনীতিতে পূর্ণচ্ছেদ বলে কিছু হয় না।

আরও পড়ুনঃ রবির মেজদা মোদীর ভাষণে বড়দা- কটাক্ষ ব্রাত্যর

কমা, কোলনস ও সেমিকোলনস ইত্যাদি থাকে।’ ঠিক কীসের ইঙ্গিত দিচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি? দুই-দুইয়ে চার তো নয়? ঘটনাক্রমের দিকে নজর দিলেই স্পষ্ট হয় বিষয়টি।

আসানসোলে দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন জিতেন্দ্র তিওয়ারি। নিজের প্রশাসনিক পদ ত্যাগ করার পর তৃণমূলও ছাড়েন তিনি। ততক্ষণে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন তৃণমূলের এই বিধায়ক। তারপরই বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বসুরা তীব্র আপত্তি জানান। এর মধ্যে কলকাতায় অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন জিতেন্দ্র তিওয়ারি।

আরও পড়ুনঃ বিজেপিকে সুবিধা করে দিতেই মমতা এতদিন বাম-কংগ্রেস ভাঙছিলেনঃ অধীর

বৈঠকের পর তিনি বলেন,’তৃণমূলেই আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নেব।’ অনেকেই বলছেন, বিজেপি নেতাদের ভাবগতিক দেখে তৃণমূলেই থাকা স্বচ্ছন্দ মনে করেছেন জিতেন্দ্র। তার কয়েক দিন বাদেই দলীয় নেতানেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করে বিজেপি।

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, জিতেন্দ্রকে সদর্থক বার্তা দিতেই কি এই পদক্ষেপ? ঠিক এখানেই জল্পনা, জিতেন্দ্রর পোস্ট নেহাত নিরীহ নয়, বরং রয়েছে আগামীর বড় ইঙ্গিত। তবে বৃহস্পতিবার সায়ন্তন বসু বলেন,’ফেসবুকে ওই কথা লেখার পাশাপাশি তিনি কিন্তু টুইট করে লিখেছেন, আমি দিদির সঙ্গে আছি। আগে আপনারা ভাল ভাবে জানুন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here