বিজেপিতে যোগদান

0
52

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে পদ্মশিবিরে যোগদান।এদিন তৃনমূল সিপিএম নির্দল থেকে দেড় হাজার সর্মথক যোগ দান করেন বিজেপিতে।

bjp | newsfront.co
নিজস্ব চিত্র

কুল্পি ব্লকের ১৪ টি অঞ্চল থেকে আসা দলত্যাগিদের হাতে বিজেপির দলীয় পতাকা হাতে তুলেদেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস ববি।গাজিপুর ঢোলাচন্ডিপুর, ঈশ্বরীপুর,রাজারামপুর,অঞ্চল থেকে যোগদান করেন বিজেপিতে।স্বজনপোষন,দূর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতিতে বিমুখ হয়ে দল ত্যাগ করেন বলে দাবি কর্মীদের।

আরও পড়ুনঃ মথুরাপুরে তৃণমূল থেকে পদ্মশিবিরে যোগদান

কুল্পির বাসস্ট্যান্ডে পথ সভার মধ্যে দিয়ে যোগদান করেন নতুন কর্মীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অমিতাভ রায়।জোন কনভেনার গৌতম চৌধুরী , জেলা পর্যবেক্ষক হরে কৃষ্ণ দত্ত,অরুপ হালদার কুল্পি বিজেপির যুবপতি।কুল্পি বিধানসভার কোকনভেনার প্রবীর রায় (তনু) ।

বিজেপি যোগদানে কিছুটা হলেও অক্সিজেন পেল কুল্পি বিধানসভায় ,দাবি রাজনৈতিক মহলে। যোগদানের পর ভয় ভিতিতে থাকতে হয় বিজেপি সর্মথকদের।পুলিশ প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলেছেন কুল্পি ব্লকের বিজেপির কনভেনার প্রদীপ রায় ( তনু )।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here