সুদীপ পাল,বর্ধমানঃ
দুর্গাপুরে অনুষ্ঠিত কল্পতরু মেলায় ব্যাপক ভিড়।দুর্গাপুর শহরের অন্যতম বড় মেলা এটি। তাই শুধু দুর্গাপুর নয় আশেপাশের এলাকা থেকেও সাধারণ মানুষ ভিড় করছেন মেলায়। ১ জানুয়ারি শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। সেই দিনটিকে স্মরণ করে দুর্গাপুরের রেল স্টেশন সংলগ্ন গ্যামন ব্রিজ ময়দানে কল্পতরু মেলার আয়োজন করা হয়।দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি মেলার উদ্বোধন করেছিলেন।মেলায় তিনটি ভাগ রয়েছে- কৃষি মেলা, বই মেলা, শিল্প মেলা।আগত দর্শনার্থীরা নিজেদের রুচি এবং চাহিদা অনুযায়ী মেলায় ঘুরছেন।রকমারি ফুল থেকে শুরু করে চাষীদের উৎপাদিত দ্রব্য প্রদর্শিত হচ্ছে কৃষি মেলায়।চাষীরা যাতে চাষবাসের ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তির ব্যবহার করতে পারেন তা এখানে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে রয়েছে বই মেলা। সেখানে বিভিন্ন লেখকদের বই কিনছেন অনেকেই।দুই বর্ধমান জেলার স্থানীয় লেখকদের বইও মিলছে এখানে।মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: বন্দুক ঠেকিয়ে লুট সোনা ব্যবসায়ীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584