কবির হোসেন, মুর্শিদাবাদঃ
সাড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস। ২০১৩ সালে ১৪ ই আগস্ট কন্যাশ্রী দিবসের সূচনা হয়। শনিবার সালার ব্লক অফিস প্রাঙ্গণে সাড়ম্বরে পালন করা হল কন্যাশ্রী দিবস।
আজ শনিবার এই উপলক্ষে ব্লক সমষ্টি আধিকারিক আশিস মণ্ডল মহাশয় কন্যাশ্রী যোদ্ধাদের শপথবাক্য পাঠ করান এবং কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে সচেতন করেন। উপস্থিত ছিলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী জয়দীপ মুখার্জি ও ব্লক ওয়েলফেয়ার অধিকারী শাহাবুদ্দিন মহাশয়। আগত কন্যাশ্রী যোদ্ধাদের পারিপার্শ্বিক পরিস্থিতি মোকাবিলায় স্বাবলম্বী হয়ে ওঠার কথা বলেন আজকের এই কন্যাশ্রী অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ সালারে ‘রূপশ্রী’ প্রকল্পে জালিয়াতি, আবেদনকারী মহিলা সন্তানের মা
আগত এক ছাত্রী শাহিনা পারভীন জানান, কন্যাশ্রী দিবসে যে শপথবাক্য পাঠ করেছি তা অক্ষরে অক্ষরে পালন করব এবং অন্যদের সাহায্যও করব। কন্যাশ্রী দিবস উপলক্ষে ব্লক আধিকারিক আশিস মণ্ডল মহাশয় একটি ট্যাবলোর উদ্বোধনও করেন যা ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রচার করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584