করমপুজো ঘিরে উদ্দীপনা বীরপাড়ায়

0
68

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Karam festival at birpara | newsfront.co
নিজস্ব চিত্র

প্রতি বছরের ন‍্যায় এ বছরও করম পূজায় মেতে উঠল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ।বীরপাড়া শহর লাগোয়া সার্কাস ময়দানে হীরালাল লাকরা মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত  হল করম পুজা। এদিন দলবদ্ধ ভাবে বৃষ্টিকে উপেক্ষা করে শতাধিক আদিবাসী মহিলা পুজার অন্যতম উপকরণ করম গাছ সংগ্রহ করে পূজা স্থলে নিয়ে আসেন।তারপর পুজার বেদীতে স্থাপন করে শুরু হয় করম বা প্রকৃতির পূজা।

Karam festival at birpara | newsfront.co
নিজস্ব চিত্র

পূজা কমিটির অন্যতম সদস্য অনিল নায়েক জানান,সন্ধ্যায় শুরু হয় মূল পূজা।মূলত প্রকৃতিকে সন্তুষ্ট রাখতেই এই পূজার আয়োজন।প্রকৃতিই মানব সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে।

আরও পড়ুনঃ প্রশাসনিক উদ্যোগে উদযাপিত সন্তান শস্য কামনায় অনুষ্ঠিত ‘করম পরব’

এছাড়া এই পূজার মধ্য দিয়ে  বোনেরা দাদা ও ভাইদের মঙ্গল কামনা করে।তিনি জানান মঙ্গল বার সকালেই গেরগেন্ডা নদীতে করম বিসর্জনের মধ্য দিয়ে এবছরের মতো পূজার সমাপি ঘটবে।অপর দিকে এস,টি সরনা ময়দানে,খয়ের বাড়ি সহ ব্লকের বিভিন্ন চা বাগানে ও করম পূজায় মেতে উঠেছে আদিবাসী সম্প্রদায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here