জেলা বিজ্ঞান মেলায় কেশিয়াড়ীর খাজরা স্কুলের মডেল সেরা

0
200

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

জেলা বিজ্ঞান মেলায় তাক লাগালো খাজরা হাইস্কুলের ছাত্ররা।আবারও সকলের মন জয় করলো কেশিয়াড়ি থানার খাজরা হাই স্কুলের ছাত্ররা।গত ১লা সেপ্টেম্বর মেদিনীপুর শহরের শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যামন্দিরে পশ্চিম মেদিনীপুর রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আয়োজিত ‘ জ্ঞান ও বিজ্ঞান মেলা – ২০১৮ ‘ তে কুইজ এ শুধুমাত্র প্রথম স্থান অর্জন করেই থেমে থাকে নি,মডেল নির্মাণ ও প্রদর্শনের প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘অ্যালকোহল ডিটেক্টর সেন্সর ডিভাইস ‘বানিয়ে সকলের নজর কেড়ে প্রথম হয়েছে তারা। তারা এমন একটি গ্যাজেট বানিয়েছে যার ফলে কেউ যদি মদ্যপান করে গাড়ি কিংবা বাইক চালায় তাহলে সঙ্গে সঙ্গে গাড়িটি বন্ধ হয়ে যাবে এবং পুলিশের কাছে ওই গাড়ির নং মেসেজ মারফত চলে যাবে।ফলে পুলিশ সতর্ক হবে।

নিজস্ব চিত্র

এই মডেল টি বহু প্রসংশিত ও পুরষ্কৃত হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত তাদের নির্দেশক মাননীয় সুকল্যাণ মন্ডল মহাশয়।উচ্ছ্বাস গোপন না করেই তিনি জানিয়েছেন,” মাত্র কয়েকদিনের প্রচেষ্টায় ওরা – বিশেষ করে সৌগত মাজি যেভাবে দিনরাত এক করে জিনিসটি তৈরি করেছে তা সত্যিই প্রসংশার যোগ্য।”তিনি ওদের আগামী দিনে এরকম আরও সাফল্য কামনা করেছেন।দুটি বিভাগেই প্রথম পুরষ্কার প্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বিপ্লব বোস মহাশয়ও।তিনি সৌগত মাজি,সৌভাগ্য বেরা,অমিয় দে ও গৌরব মাইতিদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সুকল্যাণ বাবু ও বংশী বাবুকে সুপরামর্শের ও সহায়তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানান।এই পুরষ্কার প্রাপ্তি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আগামী দিনে বিজ্ঞানভিত্তিক গবেষণার কাজে আরও উৎসাহিত করবে বলেই সকলে মনে করেন।

আরও পড়ুনঃ নক আউট নৈশ ফুটবল ঘিরে উন্মাদনার পারদ উর্ধমুখী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here