তৃণমূলে যোগদান করছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার ও সাংসদ কীর্তি আজাদ

0
66

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

পেশায় ছিলেন পেশাদার ক্রিকেটার। ছিলেন ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। খেলেছেন দেশের হয়ে বেশ কিছু ম্যাচ। তিনি আর কেউ নন, প্রখ্যাত ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি দেশের জার্সি চাপিয়ে ৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ৬ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি ৭ টি টেস্ট ম্যাচ এবং ২৫ টি একদিনের ম্যাচ খেলেন। ১৯৮৬ সালে খেলার মাঠের পাঠ চুকিয়ে রাজনীতির ময়দানে খেলতে নামেন তিনি ।

Kirti Azad
কীর্তি আজাদ

রাজনৈতিক কেরিয়ারে আসার অনুকরণীয় গুরু ছিলেন তাঁর পিতা। তাঁর পিতা ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ ভগবৎ ঝা আজাদ। পিতার পথ অনুসরণ করে গেরুয়া শিবিরে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেন কীর্তি আজাদ। তাঁর পিতাও বিজেপি সরকারের তত্ত্বাবধানে মূখ্যমন্ত্রী ছিলেন। কীর্তি আজাদও দুবার বিজেপির টিকিটে বিহারের দ্বারভাঙ্গার সাংসদ নির্বাচিত হন। কিন্তু তাঁকে ২০১৫ সালে দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, তিনি বিজেপি নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি বিরুদ্ধে দিল্লির ক্রিকেট বোর্ড ও জেলা ক্রিকেটে দুর্নীতির অভিযোগ আনেন। এই অজুহাতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ পাঞ্জাব নির্বাচনের কথা মাথায় রেখে ‘লক্ষ্মী ভান্ডার’-এর আদলে নয়া প্রকল্পের ঘোষণা কেজরিওয়ালের

এরপর কিছুদিন তিনি নিজেকে রাজনৈতিক কর্মকান্ডের বাইরে রাখেন। অবশেষে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে জাতীয় কংগ্রেস দলে তিনি যোগদান করেন। তবে কংগ্রেসে দুই বছর কাটানোর পর আবারো দল ত্যাগের সিদ্ধান্ত। এবার গন্তব্যে তৃণমূল কংগ্রেসে অর্থাৎ এবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।

আরও পড়ুনঃ তিন কৃষি আইন প্রত্যাহারে একটি বিস্তারিত বিল আনার প্রস্তুতি শুরু, থাকতে পারে এমএসপি ইস্যুও

বিশেষভাবে উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চার দিনের জন্যে দিল্লি সফরে গিয়েছেন। সেখানে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন। তিনি দিল্লিতে চারদিন অভিষেকের আবাসস্থলে থাকবেন। সেখানেই আজ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসতে পারেন বিশিষ্ট কবি, গীতিকার জাভেদ আখতার ও সাংবাদিক কুলকার্নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here