সম্পর্ক ভাঙছে ক্রুশল-অদ্রিজার! নেট দুনিয়ায় গুঞ্জন তুঙ্গে

0
89

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

সম্পর্ক ভাঙাগড়ার ঘটনা ঘটেই চলেছে সেলেব দুনিয়ায়। আগে কি এমনটা ঘটত না? আলবাত ঘটত। কিন্তু তখন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলে কিছু ছিল না। তাই আমজনতার তাঁদের এহেন ব্যক্তিগত দিক জানতে একমাত্র ভরসা ছিল সংবাদ পত্র কিংবা টেলিভিশন। এখন সবকিছুই খুব চটজলদি চাউর হয়ে যায়। চাউর হওয়া এবং গুঞ্জন ছড়ানো সবই চলে সমানতালে।

Krushal Adrija
ছবি সৌজন্যেঃ ইন্সটাগ্রাম

ঠিক যেমন গুঞ্জন ছড়িয়েছে, ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের কর্ণ সেন অর্থাৎ ক্রুশল আহুজার সঙ্গে তাঁর বান্ধবী অদ্রিজা রায়ের নাকি ব্রেক আপ হয়েছে। অথচ কখনও তাঁদেরকে কোথাও বলতে শোনা যায়নি যে তাঁরা সম্পর্কে আছেন। বরাবরই বলে এসেছেন আমরা ভাল বন্ধু। এই ‘বন্ধু’র মানেটা আজ বড্ড অচেনা। ভাবনাটা প্রতিবেদকের ব্যক্তিগত হলেও প্রাসঙ্গিক।

এবার আসি কেন এই গুঞ্জন যে তাঁদের নাকি ব্রেক আপ হয়েছে। ৪ জুলাই, রবিবার জন্মদিন ছিল অদ্রিজা রায়ের। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি ছবিতে ছয়লাপ। কিন্তু ছবিতে নেই এক জন। তিনি ক্রুশল আহুজা।

আরও পড়ুনঃ বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণার পর ভিডিও বার্তায় কী বললেন আমির ও কিরণ?

সূত্রের খবর, অদ্রিজাকে জন্মদিনের শুভেচ্ছাও জানাননি ক্রুশল। আরেকদিকে ২৩ জুন ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন ক্রুশল। সেখানে তিনি লিখেছিলেন- “চাঁদের মতো ‘কলঙ্কিত নায়ক’ হতে চাই।তবে, এরপর শান্তিনিকেতনে এক সঙ্গে, এক ছাদের তলায় দোল উৎসব কাটিয়েছিলেন ক্রুশল-অদ্রিজা। সঙ্গে ছিল বন্ধুদল। ইনস্টাগ্রামে সেটাই ছিল তাঁদের শেষ জুড়ি ছবি।

আরও পড়ুনঃ টেলিপাড়ায় জবর খবর, রানির বিপরীতে দেখা যাবে সৌম্য মুখার্জিকে

গত ৪ মাসে নেটমাধ্যমে কেউ একে অপরের সঙ্গে ছবি দেননি। এ ছাড়া ক্রুশল ইনস্টাগ্রাম থেকে দুজনের একাধিক ছবি, ভিডিও মুছে দিয়েছেন। পড়ে রয়েছে দু-একটা মাত্র। মূলত এই সব কারণেই জল্পনা তুঙ্গে দুজনের সম্পর্ক ঘিরে। আসল সত্যটা দুই বন্ধু থুড়ি ক্রুশল-অদ্রিজা ছাড়া কেউ জানেন না। তাই বাকিটা তাঁদের জবানবন্দির উপরই ছেড়ে দেওয়া যাক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here