কুমোরটুলিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

0
160

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আর সামনে কয়েকটি দিন তারপরেই শুরু হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ।দেবীপক্ষের সূচনা হয়েছে সোমবার।কুমোরটুলি গুলিতে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের মুখে ।অনেক কয়টাই আবার পৌঁছে গিয়েছে নির্দিষ্ট পুজোর মন্ডপে।বিশেষত যেসকল পুজো গুলো জেলার বাইরে তার প্রতিমা গুলিকে পৌঁছে দেয়া হয়েছে ইতিমধ্যে।এ বছরে প্রায় ৩০ টি দুর্গা প্রতিমা তৈরি করছেন নারায়ণগড় এর পাত্র পরিবার।

নিজস্ব চিত্র

পরেশ পাত্র,রমেশ পাত্র,নরেশ পাত্র তিনি ভাই মিলে সারা বছর বিভিন্ন ধরনের, বিভিন্ন সময়ের উপযোগী প্রতিমা তৈরি করে থাকেন।দুর্গাপূজার সময় দুর্গাপ্রতিমা,কালী পূজার সময় কালী প্রতিমা, লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী প্রতিমা এমন কি বছরের বিভিন্ন সময়ের মানুষের চাহিদা মতন প্রতিমা অর্ডার অনুযায়ী প্রতিমা গড়িয়ে থাকেন এই তিন ভাই।তিন ভাইয়ের কারিগরি দক্ষতা নিপুন হস্তশিল্প স্থান পেয়েছে আমাদের রাজ্য ছাড়িয়ে বিদেশে। এবারে ৩০ টি প্রতিমার মধ্যে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ছাড়িয়ে উড়িষ্যা, চেন্নাইতেও পূজিত হবে পাত্র ভাইদের এই প্রতিমা ।ইতিমধ্যে ঐ সকল স্থানে প্রতিমা পৌঁছে গিয়েছে ।সারা বছর এই ভাবে প্রতিমা তৈরি করেই তাদের জীবন জীবিকা চলে বলে জানিয়েছেন বড় ভাই পরেশ পাত্র।সরকারি সাহায্য বলতে কোন কিছুই তারা পাননি তাতে তাদের আক্ষেপও নেই তবে মানুষের চাহিদা রয়েছে তাদের এই নিপুন হস্তশিল্পে।সরকার বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পে সহায়তা করে থাকেন তাই সরকারিভাবে যদি কোন সাহায্য পাওয়া যায় আরো হয়তো ভালো কিছু করতে পারতেন তাদের এই শিল্পটিকে নিয়ে । এখন সেই দিকেই তাকিয়ে পাত্র পরিবার।

আরও পড়ুনঃ দেবীর পুজোয় বাহান্ন সের চালের ভোগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here