নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জেলার বেলদা থানার আমদাবাদ গ্রামের উদীয়মান সংঘের সর্বজনীন লক্ষ্মী পূজা ঘিরে আমদাবাদ সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ আনন্দে মেতে উঠেন প্রতিবছর। প্রতি বছরের মতো এবারেও এলাকার মানুষ মেতে উঠেছেন এখানকার প্রাণের উৎসবে।এই গ্রামে দুর্গাপূজা হয় না,তাই তিন দিন ধরে চলা লক্ষ্মীপূজাi এখানকার শারদোৎসব।পূজা কমিটির সম্পদক শিক্ষক সুজয় ঘোড়াই জানালেন ১৭ বছর আগে গ্রামের ১২ জন শিক্ষিত যুবক মিলে এই পূজার সূচনা করেন।
পূজার তিন দিনই এলাকার কচিকাঁচা,ছাত্র-ছাত্রী, মহিলার দের নিয়ে বসে আঁকো,কুইজ,পাশিং দ্য বল,মিউজিক্যাল চেয়ার সহ নানা আকর্ষণীয় প্রতিযোগিতা হয়।প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও বাইরের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই লক্ষ্মী পূজা কে একটি পরিপূর্ণ প্রাণের উৎসবের রূপ দিতে চেষ্টার ত্রুটি রাখেননি সভাপতি উৎপল মন্ডল,কোষাধ্যক্ষ চন্দন মন্ডল, কিশোর হ্যান্ডেল,গোকুল দাস,চন্দন প্রামাণিক, প্রদীপ মাইতিসহ পূজা কমিটির অন্যান্য সদস্যরা।
আরও পড়ুনঃ লক্ষ্মী পূজায় নিলামে ওঠে জিলিপি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584