নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
পুলিশের সাথে ধস্তাধস্তি করে ব্যারিকেড ভেঙে ঝাড়গ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল বামফ্রন্টের ছাত্র যুব সংগঠন। বামফ্রন্টের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার ঝাড়গ্রামে সিপিএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে ঝাড়গ্রাম থানার এসে পৌঁছায় মিছিল।
পুলিশ আগে থেকেই থানার বাইরে ব্যারিকেড তৈরি করে এবং থানার বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। মিছিল থানা পৌঁছনোর সাথে সাথে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে বামফ্রন্টের ছাত্র যুব সংগঠনের কর্মীরা। ঝাড়গ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে তাঁরা।
আরও পড়ুনঃ লালকেল্লায় তলোয়ার উঁচিয়ে তাণ্ডবে অভিযুক্ত মনিন্দর গ্রেফতার
এসএফআই এর ঝাড়গ্রাম জেলা সম্পাদক সৌতম মাহাত বলেন,”আজ একটি ব্যারিকেড ভেঙেছি ভবিষ্যতে আরও ব্যারিকেড ভাঙবো। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আমাদের শান্তিপূর্ণ নবান্ন অভিযানে যুব নেতা মইদুল ইসলাম কে পুলিশ হত্যা করেছে। এই প্রতিবাদে রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম থানার ডেপুটেশন দেওয়া হল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584