নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারত আগেই নিষিদ্ধ করেছে চিনা ভিডিও অ্যাপ টিকটক। এবার সেই পথেই হাটতে চলেছে আমেরিকা। তারা টিকটক নিষিদ্ধ করতে চলেছে বলে জনিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার থেকেই সেই কাজ শুরু হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, “আমরা টিকটকের দিকে নজর দিচ্ছি। আমরা টিকটককে নিষিদ্ধ করতে পারি।”

ভারত টিকটক সহ ১০৬ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে, প্রশাসন এবং আইন প্রণেতাদের দু’ পক্ষই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। জানা গিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এই অ্যাপের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে গোপনে তথ্য সংগ্রহ করছে চিন। এই একই অভিযোগ উঠেছিল ভারতেও। তারপরেই টিকটক বন্ধ করে দেওয়া হয় এদেশে। একই অভিযোগ উঠেছে মার্কিন মুলুকেও। যদিও টিকটকের তরফে বারবার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
একটি প্রশ্নের জবাবে বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা হয়ত আরও অন্য কিছু কাজও করব। বেশ কয়েকটি বিকল্প রয়েছে, কিন্তু অনেক কিছুই ঘটছে, তাই আমরা কী হবে তা দেখব। তবে টিকটকের বদলে আমরা অনেক বিকল্পের সন্ধানে রয়েছি”।
আরও পড়ুনঃ টুইটারে প্রেসিডেন্ট নির্বাচন পিছোনোর আহ্বান ট্রাম্পের
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই আমেরিকা ও চিনের সম্পর্ক খারাপ হয়েছে। আমেরিকা বারবার করোনা সংক্রমণ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার জন্য চিনকে দায়ী করেছে। এমনকি এও অভিযোগ করা হয়েছে যে চিন ইচ্ছে করে এই ভাইরাস ছড়িয়েছে। চিনকে সমর্থন করার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া ফান্ডও বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রায় প্রতিদিনই এই সংক্রমণের জন্য চিনকে দায়ী করে চলেছেন।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ব্রাজিলের ফার্স্ট লেডি ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রী
অন্যদিকে, শুক্রবার রাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে টিকটকের মার্কিন পরিচালনা ক্ষমতা অর্জনের জন্য ভারতীয়-আমেরিকান সত্য নাদেল্লার নেতৃত্বে মাইক্রোসফট প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই চুক্তি কয়েক বিলিয়ন ডলারের হতে পারে।
মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা ট্রাম্পকে জানিয়েছেন, “টিকটকের মার্কিন পরিচালনার ভার নিতে চায় মাইক্রোসফট। সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন শীঘ্রই টিকটকের মার্কিন পরিচালনার ভার মাইক্রোসফটকে হস্তান্তর করার নির্দেশ দিতে পারে বাইট ড্যান্সকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584