নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
লকডাউনের জেরে বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিলো এলাকার সরকারী মদের দোকান। কিন্তু সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকার দু’তরফেই সরকারী অনুমোদনপ্রাপ্ত মদের দোকান খোলার নির্দেশ জারি করেছে।
আর এরপরেই বিভিন্ন এলাকায় ছড়াচ্ছে উত্তেজনা। ইতিমধ্যে মদের দোকান খোলার বিরুদ্ধে পথে নেমেছে এসইউসিআই(সি)। বিভিন্ন জেলায় এই সংগঠনের তরফ থেকে মদের দোকান খোলার প্রতিবাদ জানানো হচ্ছে।
তাদের দাবি, মানুষের রোজগার, খাদ্য সুনিশ্চিত করার পরিবর্তে মদের দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে যে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ দানা বাঁধছে তার একাধিক নিদর্শন উঠে আসছে বিভিন্ন এলাকা থেকে।
একই ভাবে সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামেও মদের দোকান খোলার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার প্রমীলা বাহিনী।
আরও পড়ুনঃ রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ভগবানপুর হাসপাতালে
মহিলাদের দাবি, মদের দোকান খোলার জেরে পরিবারে অশান্তি চরমে উঠেছে। তাই এদিন সকাল থেকেই লাঠিসোটা নিয়ে মহিলা বাহিনী অমৃতবেড়িয়ার একমাত্র সরকারী মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে।
ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহিষাদল থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে।
সূত্রের খবর, প্রত্যন্ত গ্রামের মধ্যে এই এলাকায় দোকান খোলাকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার প্রতিবাদ জানানো হয়েছে। এই মদের দোকান পাকাপাকি ভাবে তুলে দেওয়ার জন্য এলাকার মহিলারা এদিনও সরব হয়েছেন। মহিষাদল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে বন্ধ রাখা হয়েছে মদের দোকানটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584