রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী, ক্ষোভ লালগোলায়

0
59

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার জন্য এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেয় লালগোলা ব্লকের নদাইপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় যে, এই রাস্তাটি বিগত এক বছর আগেই তৈরি হয়েছিল কিন্তু সেই রাস্তা এক মাসের মধ্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ।

people | newsfront.co
রাস্তা তৈরির উপকরণ ৷ নিজস্ব চিত্র

মাসখানেক আগে পুনরায় যখন রাস্তা মেরামতের কাজ শুরু হয় , তখন থেকে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার চেষ্টা করলে কাজে বাধা দেয় এলাকাবাসী।স্থানীয় ঠিকাদার যখন কর্মী নিয়ে কাজ শুরু করে গ্রামবাসীরা দেখেন যে, মাটি মাখা বালি দিয়ে কাজ শুরু করেছে ৷

আরও পড়ুনঃ ‘ জলস্বপ্ন’ প্রকল্পের কাজ শুরু ফালাকাটায়

তখন স্থানীয় জনগন পঞ্চায়েত প্রধান কে খবর দিলে ঘটনা স্থলে এসে প্রধান কাজের সিডিউল দেখতে চাইলে, তা না দেখিয়ে প্রধানকে অপমান করে ওই ঠিকাদার ৷প্রধানের দাবি যে, উক্ত ঠিকাদার এলাকার কিছু মস্তান কে নিয়ে এই ধরণের কাজ করছে ।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন প্রধানের

যদিও প্রধানের বিরুদ্ধে ঠিকাদার আবার অভিযোগ করছে যে ,তাদের নাকি মারধর করা হয়েছে।তবে প্রধান সব অভিযোগ মিথ্যা বলে জানান।এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী রাস্তা তৈরির কাজ বন্ধ করেদেয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here