লোকসংগীতের কর্মশালা

0
101

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

Lok Sangeet workshop | newsfront.co
নিজস্ব চিত্র

গত শুক্র থেকে রবিবার পর্যন্ত চৈতন্য ভূমে হয়ে গেল লোকসংগীতের কর্মশালা।কলকাতা জার্নি টুওয়ার্ডস সোল এর পরিচালনায় পূর্বস্থলীর পারুলিয়া আনন্দলোক সংগীত মহাবিদ্যালয় আয়োজিত এই তিন দিনের শিবিরে শতাধীক বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা লোকসংগীতের বিভিন্ন আঙ্গিক সুর তাল কথা এবং সামগ্রিক গায়কী প্রভৃতি বিষয়গুলো নিয়ে লোকসংগীত গবেষক,গায়ক,শিক্ষক অভিজিৎ বসু বলেন।বেশ কিছু বিভিন্ন জেলার লোকগান,বিভিন্ন রসের লোকগান এখানে শেখান হয়।শিক্ষারর্থী তপন সরকার,লোপামুদ্রা রায়,সুতৃপ্তী খাঁ বলেন এই তিনদিনের বেশ কয়টি লোকসংগীত শিখে আমাদের খুব ভালো লেগেছে।অনেককিছু আমরা জানতে ও শিখতে পেরেছি।শেষদিন শিক্ষার্থীরা লোকসংগীত পরিবেশন করে।অভিজিৎ বাবুকে লোকসংগীতের বিভিন্ন প্রশ্ন প্রশ্ন করে জেনে নেন।এই দিন আনন্দলোকের পক্ষ থেকে সংবর্ধনাও জানান হয়।অভিজিত বসু বলেন পারুলিয়ার একপাশে নদীয়া চৈতন্যদেবের জন্মস্হান,আর এক দিকে অগ্রদ্বীপে গোপীনাথের মন্দীর।এই পারুলিয়ায় এই যে লোক সংগীতের কর্মশালা এটার খুবই গুরুত্ব।এখানে এসে খুবই ভালো লাগছে।আনন্দলোকের এই পরিবেশ,সব ছাত্রছাত্রী সকলকে খুব ভালো লেগেছে।এদের শেখাতে খুব ভালো লাগল।এখানে উপস্হিত সকল শিক্ষার্থী আবেদন করেন মাঝে মাঝে এরকম কর্মশালা করলে খুব ভালো হয়।আনন্দলোকের পক্ষে দীপঙ্কর চক্রবর্তী বলেন আনন্দলোকের অধ্যক্ষ প্রয়াত ব্রজেন্দ্র কুমার চক্রবর্ত্তী মহাশয়কে স্মরন করে এরকম আরো বিভিন্ন কর্মশালা এলাকার গ্রামের চেলেমেয়েদের জন্য ব্যবস্হা করা হবে।শিবিরে ছাএছাত্রী ছাড়াও এলাকার বহু মানুষ হাজির ছিলেন।

আরও পড়ুন: জেলা পর্যটন উৎসবের সূচনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here