ছাত্র-যুবর মন জয়ে শাহরুখের সিনেমার নামে তৃণমূলের নয়া পোস্টার অভিযান ‘ম্যায় হুঁ না’

0
63

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের ছাত্র-যুবদের মন জয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে শাসক দল তৃণমূল। তাই আবেগ-বুদ্ধির মিশ্রণে যৌবনকে নাড়া দিতে বৃহস্পতিবার রাতে সকলকে চমকে দিয়ে নয়া প্রচার অভিযানের এক ঝাঁ চকচকে ফিল্মি পোস্টার প্রকাশ্যে আনল তৃণমূল।

Main hoon na | newsfront.co
প্রচার পোস্টার

যেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনসমক্ষে আঙুল তুলে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পোস্টারের মাথায় লেখা- ‘ম্যায় হুঁ না’। যা জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের এক সিনেমার আদলে।

পোস্টারেই প্রকাশ, পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের যাবতীয় সমস্যার সমাধানে কাণ্ডারী একমাত্র তিনিই। ইতিমধ্যেই রাজ্যে কর্মসংস্থানের প্রশ্নে, শিল্প বিনিয়োগের প্রশ্নে মুখ্যমন্ত্রীকে একাধিকবার আক্রমণ করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী রাজ্যে বেকারত্ব হ্রাসের দাবি করলেও রাজ্যের যুবকদের কর্মসংস্থান সূচক অন্যান্য রাজ্যের তুলনায় ভালো নয়, তা বারবার বোঝাতে চেয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ ন্যায্য বেতন সময়ে দিচ্ছে না বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসচিবকে নালিশ চিকিৎসকদের

আর তার যোগ্য জবাব দিতেই সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রদ-সহ জেইই-নিট পরীক্ষা রদের মত একাধিক দাবিতে সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেন এটা প্রমাণ করা যায়, তিনিই রাজ্যের ছাত্র যুবদের জন্য একমাত্র মুশকিল আসান! তার জেরেই এই নয়া পোস্টার বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ প্রতিষ্ঠা দিবসেই নিট, জেইই পরীক্ষা স্থগিতের দাবিতে অবস্থান বিক্ষোভ ছাত্র পরিষদের

তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই নয়া পোস্টার পোস্ট করে বলা হয়েছে, “এই সময়ে দেশের মানুষ এক অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার এই পরিস্থিতিতে দেশের পড়ুয়াদের এক বিপদের মুখে ফেলে দিয়েছে। আর তার রেশ ধরেই ছাত্রছাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য এই জ্বলন্ত সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন। তিনিই প্রকৃতপক্ষে প্রত্যেকের নেত্রী!”

এখন তৃণমূলের নয়া চমক পশ্চিমবঙ্গের ছাত্র-যুবদের মনে কোনো ছাপ রাখতে পারে কি না, তা বোঝা যাবে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here