তিরোধান দিবসে মালদহ রবীন্দ্রভবনে তালাবন্দি রইলেন কবিগুরু

0
39

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

কবিগুরুর প্রয়াণ দিবসে মালদহ রবীন্দ্রভবনে তালা বন্ধ রইলেন কবিগুরু। যেখানে গোটা রাজ্য জুড়ে করোনা আবহের মধ্যেও সমস্ত নিয়ম মেনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালন করা হচ্ছে, তখন অন্য চিত্র ধরা পড়েছে মালদহে।

rabindra bhawan | newsfront.co
বন্ধ রবীন্দ্রভবন। নিজস্ব চিত্র

শহরের এক প্রান্তে অবস্থিত রবীন্দ্রভবনে কার্যত এদিন অন্ধকারে ডুবে থাকল কবিগুরু। সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ থেকে শিক্ষক এবং বুদ্ধিজীবীদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে এই নিয়ে। বহু প্রাচীন এই রবীন্দ্র ভবনে কেন কবিগুরুর তিরোধান দিবস উদযাপন করা হল না, তা নিয়েও পুরসভা ও প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে প্রশ্ন তুলে দিয়েছে সাধারণ মানুষ।

lock | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন জেলাশাসকের

তবে শহরের রথবাড়ি মোড়ে ইংরেজবাজার পুরসভা কবিগুরুর তিরোধান দিবস পালন করেছে। উল্লেখ্য , শুক্রবার ২২ শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রতিবছরই কবিগুরুর প্রয়াণ দিবসকে ঘিরে নানান ধরনের কর্মসূচি পালন করে থাকে পুরসভা এবং প্রশাসন কর্তৃপক্ষ।

room | newsfront.co
নিজস্ব চিত্র

সেক্ষেত্রে শহরের রবীন্দ্র ভবন এলাকায় কেন কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলনা, তা নিয়েও বিস্তর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট এলাকার নাগরিকেরা। মালদহ শহরের ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালিতলা এলাকা থেকে সামান্য দূরে রয়েছে রবীন্দ্রভবনটি।

আরও পড়ুনঃ রায়গঞ্জে লকডাউনের মধ্যে পালিত হল কবিগুরুর প্রয়াণ দিবস

এই রবীন্দ্রভবনে এক সময় নানান ধরনের সাংস্কৃতিক চর্চা, কবিগুরুর লেখার উপর নানান ধরনের গীতিনাট্য অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরেই এখন সেই রবীন্দ্রভবন জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। ঝোপ জঙ্গলে বাসা বেঁধেছে শিয়াল এবং সাপ, পোকামাকড়।

সেই রবীন্দ্রভবন এলাকাটিও পরিষ্কারের জন্য প্রয়োজনীয় কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। তার ওপর এদিন কবিগুরুর প্রয়াণ দিবসে কোনরকম কর্মসূচি পালন করা হয়নি। এনিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here