নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশী সময় ধরে দুর্গার আসনে মা মনসার পুজা হয়ে আসছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ফুলঘড়া গ্রামে। পুরনো নিয়ম রীতি কিছুই বদলায় নি আজও পুজোর।মায়ের কাছে নিষ্ঠা সহকারে কোন কিছু মায়ের কাছে চাইলে তা পূর্ণ হয় এমনটাই বিশ্বাস গ্রামবাসীদের।
জানা গেছে, বহু বছর আগে ফুলঘড়া গ্রামের বহু ব্যক্তি সর্পাঘাতে মারা গেছিল।শুধু মাত্র মানুষ নয় সর্পাঘাতে অনেক পশুও মারা গেছিল।বহু কিছু করে সর্পাঘাতে মৃত্যু পতিরোধ করতে পারছিল না গ্রামবাসীরা।সেই সময় গ্রামের এক ব্যক্তি স্বপ্ন দেখেন যে,গ্রামে মনসা পুজা করলেই কেউ আর সর্পাঘাতে মারা যাবে না। এর পর আত্রেয়ী নদীতে এক দিন স্নান করতে গেলে মা মনসার কাঠাম ভেসে যেতে দেখেন গ্রামবাসীরা।সেই কাঠাম তুলে নিয়ে এসে মন্দিরে স্থাপন করে মা মনসার পুজা শুরু করেন গড়া।
সেই থেকে শুরু হয় দূর্গার আসনে মা মনসার পুজা।পুজোর চার দিন ফল,মূল, খৈ মুড়কি দিয়ে পুজো হয় মায়ের। গোটা গ্রামের মানুষ পুজোর দিন গুলিতেও নিরামিষ আহার করে। পুজোর দিন গুলিতে গ্রামের মেয়েদের বিয়ে হয়ে গেলেও তারা তাদের পরিবার নিয়ে সামিল হন এই পুজোতে। এই গ্রামের কাছাকাছি বিভিন্ন এলাকার মানুষ ভীড় জমান পুজোর অষ্টমী তিথিতে।কথিত আছে এই দিন কোন কিছু মানসিত করলে মা তাদের আশা পূরণ করে বলে গ্রামের মানুষের বিশ্বাস।পুজোর চারদিন গ্রামের মানুষ গ্রামেই থেকে আনন্দ উৎসব করেন।শহরে আসেন না তারা এই পুজো মন্ডোপ ছেরে,এমনটাই জানান গ্রামবাসীবৃন্দ।
আরও পড়ুনঃ মা কালীর গা থেকে চুরি লক্ষাধিক টাকার গহনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584