নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গিয়ে এলাকাবাসীদের দ্বারা ঘেরাও যুবক। মঙ্গলবার সন্ধ্যা রাত্রে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সাহেব কাছাড়ি এলাকায়।যুবকের নাম অন্যন্যজ্যোতি চক্রবর্তী। বাড়ী বালুরঘাটের শিবতলী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বালুরঘাটের সাহেব কাছাড়ি এলাকার একটি মহিলার সঙ্গে প্রায় ১২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল অন্যন্যজ্যোতি চক্রবর্তী নামের ঐ যুবকের।এও জানা গেছে যে এই প্রেমের সম্পর্কের দরুন যুগলদ্বয়ের মধ্যে দীর্ঘদিনের শারীরিক সম্পর্কও ছিল। মঙ্গলবার সন্ধ্যা রাত্রে বালুরঘাটের সাহেব কাছাড়ি এলাকায় ঐ প্রেমিকার বাড়ীতে গিয়ে শারীরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়ার সময় স্থানীয় বাসিন্দারা অন্যন্যজ্যোতি চক্রবর্তী নামের ঐ যুবককে ঘেরাও করে রাখে। এরপর পরিস্থিতি সামালে প্রেমিকাকে বিয়ে করে অন্যন্যজ্যোতি চক্রবর্তী।
বিয়ের পর দুইজন মহিলা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজেদেরকে অন্যন্যজ্যোতি চক্রবর্তী-র স্ত্রী বলে দাবী করলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনার খবর বালুরঘাট থানায় পৌঁছালে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত যুবক অন্যন্যজ্যোতি চক্রবর্তীকে আটক করে বালুরঘাট থানায় নিয়ে আসে।সেই সঙ্গে নিরাপত্তাজনিত কারনে অন্যন্যজ্যোতি চক্রবর্তীর সদ্য বিবাহিতা স্ত্রীকেও বালুরঘাট থানায় নিয়ে আসে পুলিশ।ভর সন্ধ্যায় এমন ঘটনা শহরের বাসিন্দাদের জনমুখে চাউড় হতেই বালুরঘাট শহর জুড়ে শোরগোল পড়ে যায়। এর পাশাপাশি বালুরঘাট থানা চত্বরে ভীড় জমান বেশ কিছু কৌতুহলী জনসাধারণ। অন্যন্যজ্যোতি চক্রবর্তীর বক্তব্য তিনি এর পূর্বে কোন বিয়ে করেননি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
আরও পড়ুনঃ নৃত্য শিক্ষকের সাথে উধাও ছাত্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584