বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার

0
45

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

বাঁকুড়া শালতোড়ায় উদ্ধার বেশ কিছু বিস্ফোরক।গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়া শালতোড়া থানার পাবড়া মোড় সংলগ্ন এলাকায় হানা দেয় সিআইডির একটি প্রতিনিধি দল।সেখানে একটি গোডাউন থেকে উদ্ধার হয় বেশ কিছু বিস্ফোরক সামগ্রী।

Massive explosive rescued
এই গোডাউনেই উদ্ধার হয় বিস্ফোরক।নিজস্ব চিত্র

প্রায় ৭০ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করে সিআইডি প্রতিনিধি দলটি।সেখান থেকে পাওয়া যায় জিলেটিন স্টিক , অ্যামোনিয়াম নাইট্রেট এবং ডিটোনেটর।পাওয়া যায় অ্যামোনিয়াম নাইট্রেট ১৩৩ বস্তা, ৬৬৫০ কেজি জিলেটিন স্টিক,২৫ কেজির কাটুন, ১০৬ টি ডিটোনেটর,৫২হাজার৫০০ পিস।

Massive explosive rescued
উদ্ধার হওয়া বিস্ফোরক।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঝাড়খণ্ড সীমানালগ্ন বীরভূম থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার

তবে এই ধরনের এত বিস্ফোরক একই জায়গায় কিভাবে মজুদ করা হয়েছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে এমনটাই জানানো হয়েছে সিআইডি দপ্তর থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here