নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা। স্থানীয় বালিগুড়া থেকে বলঞ্চা, উরপি, সাহাপুর যাওয়ার গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা জলের তলায় চলে গিয়েছে।
এর ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জলের তোড়ে ভেঙে গিয়েছে রাস্তার উপর নির্মিত এলাকার একমাত্র কালভার্টটিও। ফলে বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন হয়ে পড়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় কৃষকদের। বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোয়ালপোখর-১ ব্লকের সঙ্গে গোয়ালপোখর-২ ব্লকের যোগাযোগ।
আরও পড়ুনঃ করোনার চিকিৎসার বর্জ্য ফেলা নিয়ে নয়া উদ্যোগ স্বাস্থ্য দফতরের
জানা গেছে, টানা বৃষ্টির জেরে নদীর জল বেড়ে যাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। চাকুলিয়া বাজার এলাকায় রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে।
রাস্তার দু’পাশের দোকান ও বাড়িঘরেও জল ঢুকে পড়েছে। মহানন্দা ও সুধানি নদীর জল অনেকটাই বেড়ে যাওয়ায় নদীর আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। ক্ষতি হয়েছে ফসলেরও। এখনও অধিকাংশ জমির ভূট্টা কাটতে পারেননি চাষিরা। তাদের ক্ষেত জলের তলায় চলে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584