মনিরুল হোক, কোচবিহারঃ
করোনার জেরে লকডাউন হয়েছে সারা দেশ তথা গোটা রাজ্যে। নিয়মের বেড়া জালে বিভিন্ন সামাজিক সংগঠন রক্তদান করা বন্ধ করে দিয়েছে। তার জেরে দেখা গিয়েছে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের অভাব।
সেই অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা এক মুমূর্ষু সন্তানসম্ভবা মহিলাকে রক্ত দিয়ে মানবিকতার পরিচয় দিলেন মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব। তার এই মানসিকতা দেখে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন মাথাভাঙ্গাবাসী।
আরও পড়ুনঃ কন্যাশ্রী প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান অঙ্কিতার
জানা গেছে, গতকাল মাথাভাঙ্গা ২নং ব্লকের অঙ্গারকাটা পারাডুবি গ্রামে সন্তানসম্ভবা মহিলা সান্তনা বর্মনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের লোকজন। কিন্তু দুর্ভাগ্যবসত তার শরীরে রক্ত খুবেই কম। কিন্তু খুব দ্রুত ওই রক্ত তার শরীরে দিতে হবে। এই মুহূর্তে ওই মুমুর্ষু মহিলা এবি(পজেটিভ) অর্থাৎ ( AB+) রক্তের প্রয়োজন হয়। কিন্তু মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে কোন রক্ত না থাকায় সমস্যায় পড়েন সন্তানসম্ভবা ওই রোগী ও তার আত্মীয় পরিজনরা।
এই ঘটনার খবর যায় মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদবের কাছে। এই খবর পাওয়া মাত্রই বিন্দু মাত্র দেরি না করে মাথাভাঙা মহাকুমার হাসপাতালের ব্লাড ব্যাংকে ছুটে আসেন। কারন মহকুমা শাসক জিতিন যাদবের রক্ত ওই মুমুর্ষু রোগীর রক্ত একই গ্রুপের। তিনি ওই রোগীকে বাঁচাতে নিজের দেহের AB+ এবি(পজেটিভ) রক্তদান করেন।
এই মানবিকতা দেখে ওই মুমুর্ষু রোগীর পরিবার ওই গ্রুপের রক্ত পেয়ে খুবই খুশি। এদিন এ বিষয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপার ডক্টর দেবদ্বীপ ঘোষ জানান, “মহকুমা শাসক জিতিন বাবু যেভাবে নিজের রক্ত দিয়ে একজন মুমুর্ষু সন্তানসম্ভবা রোগীর প্রাণ বাঁচালেন তা একেবারে দৃষ্টান্তমূলক নিদর্শন। যা আমরা কখনও ভুলবো না। সমাজে এমন মানুষের খুব প্রয়োজন। তাঁকে দেখে আমাদের সকলের অনুসরণ করা প্রয়োজন”।
এভাবে সবাই যদি আমরা এগিয়ে এসে নিয়ম মেনে ব্লাড ব্যাংকে রক্তদান করি, তাহলে অনেকটাই রক্তের সংকট মিটবে বলে আশা করেন তিনি। এমনকি এ বিষয়ে সমাজসেবী কৌশিক দে জানান, “হাসপাতালে ভর্তি থাকা গর্ভবতী মহিলার জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। বিষয়টি আমাকে জানিয়েছে ওই রোগীর পরিবার।
তারপর অনেক খোঁজাখুঁজি করার পর যখন রক্তের ব্যবস্থা হলনা। পরে রোগীর পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারি যে মহকুমা শাসক নিজে হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে ওই মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করলেন। মহকুমা শাসকের এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584