নবদ্বীপ রথযাত্রা নির্বিঘ্নে করতে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা চক্র

0
117

শ্যামল রায়, নবদ্বীপঃ

মঙ্গলবার বিকেলে নবদ্বীপ থানার উদ্যোগে রথযাত্রাকে কেন্দ্র করে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হল। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভা ভাইস চেয়ারম্যান শচীন বসাক,
নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি আরতি দেবনাথ , নদীয়া জেলা পরিষদের জনসাস্থ্য কর্মাদক্ষ হরিদাস দেবনাথ ও নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল সহ অনেকে।

উক্ত সভায় পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল নবদ্বীপ ও মায়াপুরে রথযাত্রা অনুষ্ঠানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানান। নবদ্বীপের ঐতিহ্যবাহী রথকে শান্তিতে ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা থাকবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। পাশাপাশি যে সমস্ত মঠ মন্দির থেকে রথ বের হয় সেই সমস্ত মন্দিরের তরফ থেকেও স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রথ পরিচালনা করার আবেদন  রাখেন সুবির বাবু। আজকের সভাতে নবদ্বীপ থানা এলাকার বিভিন্ন মঠ-মন্দির থেকে প্রতিনিধিরাও উপস্থিত হন। এছাড়াও নবদ্বীপ পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দমকল কেন্দ্রের আধিকারিক সহ বিশিষ্টজনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here