পরিযায়ী শ্রমিক সংগঠনের গণডেপুটেশন জলঙ্গিতে

0
101

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের জলঙ্গির ৬ নম্বর ফরিদপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রথম ৭ দফা দাবিতে গণডেপুটেশন দিলো পরিযায়ী শ্রমিক সংগঠন। আজকের এই ডেপুটেশনে মোট ৭ দফা দাবি নিয়ে শতাধিক পরিযায়ী শ্রমিকদের মধ্যে থেকে ৭ জনের প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন কপি জমা দেন।

Mass deputation | newsfront.co
নিজস্ব চিত্র

শ্রমিকদের দাবি, প্রতিটি পরিযায়ী শ্রমিককে নগদ ৫০০০ টাকা দিতে হবে, ১০০ দিনের কাজ দিতে হবে, তাদের কর্মের ব্যবস্থা করে দিতে হবে, যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের জব কার্ড আছে তাদের বিনা পয়সায় জব কার্ড রিন্যুয়াল করে দিতে হবে, সমস্ত পরিযায়ী শ্রমিকদের খাদ্য ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, পরিযায়ী শ্রমিক পরিবারের বন্ধন ব্যাংকের কিস্তির মেয়াদ দীর্ঘস্থায়ী করতে হবে, সকল পরিযায়ী শ্রমিকদের বিদ্যুৎ বিল তিন মাসের জন্য মকুব করতে হবে।

আরও পড়ুনঃ সুন্দরবন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের

এই বিষয়ে ফরিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাইনুল ইসলাম জানিয়েছেন ৭ দফার মধ্যে মূলত ৬ দফা দাবির প্রতিশ্রুতি দিয়েছি। তার মধ্যে কিছু দাবি আমরা পঞ্চায়েত অফিস থেকে সমাধান করবো এবং বিদ্যুৎ অফিসে ও বিডিও অফিসে পাঠাবো। পঞ্চায়েত প্রধান প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পরিযায়ী শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের এক সদস্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here