নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার কালীনগর এলাকায় রাজমিস্ত্রির কাজে এসেছিল বর্ধমান জেলার আট জন শ্রমিক। ভিন জেলায় এসে করা কাজ ভালোই চলছিল, কিন্তু তাদের কাজের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায় লকডাউন। যার জেরে আটকে পড়ে ভিন জেলার এই শ্রমিকরা।
জানা গেছে, তাদের কাছে যা টাকা ছিল, সেই দিয়ে চলছিল কয়েকদিন। কিন্তু তারপরে টাকা শেষ হয়ে যাওয়ায় খাওয়ার জুটছিল না কারও। তাই তারা সব শেষে সবাই সিদ্ধান্ত নেয়, পায়ে হেঁটেই নিজ জেলা বর্ধমান পাড়ি দেবে।
আরও পড়ুনঃ মানা হচ্ছেনা লক ডাউন, অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি সাংসদের
কিন্তু মাঝপথে নন্দকুমার থানার ১১৬ বি জাতীয় সড়কে তাদের পথ আটকায় পুলিশ। এমনকি তাদের নিয়ে আসা হয় নন্দকুমার থানায়। যদিও থানায় পুলিশের তরফ থেকে রাতে খাওয়ার ব্যবস্থাও করা হয় তাদের। তবে আটজন শ্রমিককে বর্ধমানে কিভাবে ফেরানো যায়, সে ব্যবস্থাই শুরু করছে নন্দকুমার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584