অধীর চৌধুরীকে ৩ লক্ষ ৬০ হাজার ভোটে হারাব, মন্তব্য হুমায়ুন কবীরের

0
107

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

আজ মুর্শিদাবাদের সালারে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর ও মুর্শিদাবাদের দক্ষিণ যুব-তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল ইসলামকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। ভরতপুর-২ তথা সালার ব্লকের ৭ অঞ্চল প্রধানের পক্ষ থেকেই আজকের অনুষ্ঠানটি আয়োজিত হয়।

TMC sava
সংবর্ধনা। নিজস্ব চিত্র

এর পাশাপাশি গান্ধী জয়ন্তী উদযাপন ও একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয় এদিন। তৃণমূল কংগ্রেসের ৬০ জন কর্মী রক্তদান করলেন আজ।

Blood Donation
রক্তদান কর্মসূচি। নিজস্ব চিত্র

উল্লেখ্য, গতকাল শুক্রবার সালারের ৭ অঞ্চল প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুল স্বীকার করে মাস দুয়েক আগের এক ঘটনা নিয়ে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে করা অভিযোগের ভুল স্বীকার করেন সাত প্রধান। আর আজ সেই ঘটনার অবসান হল বলাই চলে।

আরও পড়ুনঃ লালগোলা বিধানসভায় বিরোধী দলের কয়েকশো কর্মীর তৃণমূলে যোগদান

Humayun Kabir
বিধায়ক হুমায়ুন কবির। নিজস্ব চিত্র

হুমায়ুন কবির আজ একদিকে বিজেপি, অন্যদিকে জাতীয় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির হার নিশ্চিত। অন্যদিকে তিনি বলেন, বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীকে ৩ লক্ষ ৬০ হাজার ভোটে হারাবে তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here